NE UpdatesBarak UpdatesBreaking News

টেঁরা চোখ: ১৯ ডিসেম্বর অপারেশন, ১৩ই স্ক্রিনিং

১৩ নভেম্বর: টেঁরা চোখ অপারেশনে ফের উদ্যোগ নিল সক্ষম৷ এ বার প্রথমবারের চেয়ে বৃহৎ পরিসরে৷ লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ১০০ জন৷ বেশি সংখ্যায় নেওয়া হবে মেয়েদের৷ কারণ এই সময়ে কাছাড় জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির পাইলট প্রজেক্ট চলছে৷

অপারেশনের জন্য রোগী বাছাইর কাজ ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে৷ শর্ত একটাই, বয়স হতে হবে ১৫ বছরের কম৷

তবে আগামী শুক্রবার থেকে শিলচর মেডিক্যাল কলেজের বহির্বিভাগে সাধারণ রোগীর মত কার্ড করে গিয়ে চক্ষু পরীক্ষা করাতে হবে৷ সেখানেই নাম লেখাতে হবে স্ক্রিনিংয়ের জন্য৷

এই বৃহৎ সংখ্যক অপারেশন কর্মসূচিকে সফল করতে ডা. এইচকে চৌধুরীকে সভাপতি ও মধুসূদন করকে সম্পাদক মনোনীত একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে৷

সক্ষমের সচিব মিঠুন রায় জানান, অপারেশনের দিন সংগঠনের মুখপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker