Barak UpdatesBreaking News

টিডিসি ওড সেমিস্টারের রিভাইসড পরীক্ষা-সূচি প্রকাশ
Revised programme of TDC Odd Sem declared by Assam University

২৯ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর স্নাতক ওড সেমিস্টারের রিভাইসড পরীক্ষাসূচি প্রকাশ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এই রিভাইসড সূচি প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায়। তাতে পাস কোর্সের পরীক্ষায় কোনও পরিবর্তন করা না হলেও অনার্স পরীক্ষায় সামান্য পরিবর্তন রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের বিজ্ঞপ্তিতে অনার্স পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বলে জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, তাতে দেখা গেছে অনার্স পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে শুরু হলেও শেষ হবে ২৪ ডিসেম্বর।
তবে পাস কোর্সের পরীক্ষা আগের নোটিফিকেশনে উল্লেখ করা সময়সূচি অনুযায়ী অর্থাৎ ৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হবে।

এ দিকে, রিভাইসড রুটিনে বিবিএ এবং বিসিএ পরীক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। রুটিন অনুযায়ী বিবিএ পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এবং বিসিএ ৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিকে, নতুন রুটিন অনুসারে শেষ পরীক্ষা ২৪ ডিসেম্বর হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাদের কথায়, পরদিনই বড়দিন উৎসব। ফলে আগের দিন পরীক্ষা থাকলে স্বাভাবিকভাবেই অনেকের সমস্যা হবে। তাছাড়া বড়দিনের সময় যারা ছুটিতে বাড়ি যান, তাদের ক্ষেত্রে ঘরে ফেরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।

প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য সরকারের এক চিঠির প্রেক্ষিতে টিডিসি ওড সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে দিয়েছিল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগে তারিখ জানানো হলেও পরীক্ষাসূচি বৃহস্পতিবারই প্রকাশ করল বিশ্ববিদ্যালয়। ছাত্রদের সুবিধার জন্য ওয়ে টু বরাকে খবরের সঙ্গে রুটিনের তালিকাটি দেওয়া হল।

November 29: TDC Odd Semester Examinations 2018 was rescheduled by Assam University vide a notification issued by the Controller of Examinations on 12 November in the backdrop of Panchayat Election in the state. However, the modified exam routine was declared by the exam branch of Assam University on Thursday.

It was stated in the notification issued on 12 November that the Honours exam of TDC Odd semester will start on 17 December and will conclude on 22 December.

However, the revised routine issued on 29 December speaks a different tale. As per revised routine, Honours exam will end on 24 December. This has invited sharp criticism from the Christian community who has said that taking exam on the eve of Christmas is unjustified. Speaking to way2barak they have informed that they will take up this issue with the Vice Chancellor of the varsity.

The pass course examination of TDC Odd Semester 2018 will commence from 7 January 2019 and will continue till 30 January 2019.

The exam routine of Bachelor of Business Administration (BBA) and Bachelor of Computer Applications (BCA) was also declared. way2barak is enclosing copy of the routine for the convenience of the students.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker