NE UpdatesAnalyticsBreaking News
জোটের সিদ্ধান্তের বাইরে থাকা প্রার্থী প্রত্যাহার করবে কংগ্রেস-সিপিএম
আগরতলা, ২ ফেব্রুয়ারি : ত্রিপুরায় সিপিএম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা শেষমেশ চূড়ান্ত হল। জোট হিসেবে কোন দল কত আসনে প্রার্থী দেবে, এ নিয়ে গত কয়েকদিন থেকে দু দলের মধ্যে মনোমালিন্য চলছিল। নতুন করে রফা অনুযায়ী, সিপিএম ৪৭টি আসনে ও কংগ্রেস ১৩টি আসনে ভোটের লড়াইয়ে মাঠে নামবে। এই সংখ্যার বাইরে কোনও দল প্রার্থী দিয়ে থাকলে তা প্রত্যাহার করে নেওয়া হবে।
আগের সিদ্ধান্ত অনুযায়ীও দু’দলের মধ্যে ৪৭-১৩ আসন রফা হয়েছিল। কিন্তু কংগ্রেস দল জোটের শর্ত ভেঙে ১৭টি আসনে প্রার্থী দিয়েছিল। আর এতেই ক্ষেপে যায় শরিক সিপিএম। নতুন করে দু’দলের মধ্যে আলোচনা অনুযায়ী কংগ্রেস বাধারঘাট আসনে লড়াইয়ে নামবে না। সিপিএম তাদের পাবিয়াছড়া আসনটি ছেড়ে দেবে। তবে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের খবর সামনে আসার পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
তবে তিপ্রা মথার সঙ্গে সিপিএম-এর আসন ভাগাভাগির সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তিপ্রা মথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ বর্তমানে শিলঙে রয়েছেন। তিনি আগামী ৪ ফেব্রুয়ারি ত্রিপুরায় ফিরবেন। তিপ্রা মথার মুখপাত্র অ্যান্থনি দেববর্মা জানিয়েছেন, তাঁদের দল যে ৪৩টি আসনে প্রার্থী দিয়েছে, সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। কোনও কেন্দ্র থেকেই প্রার্থী প্রত্যাহার করা হবে না।