NE UpdatesAnalyticsBreaking News
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে ৩ দিন পর পর বৈঠক করতে ডিসি-এসপিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
২১ এপ্রিল : লকডাউনে সরকারি বিধিনিষেধ পালন করে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে, তা এ বার জেলাশাসক ও পুলিশ সুপারদের জানাতে হবে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে। মঙ্গলবার এ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। কামরূপ মহানগর জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, জেলাশাসক ও পুলিশ সুপারদের জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে প্রতি তিনদিন পর পর বৈঠক করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের সময় অসহায় পরিবারকে সামগ্রী বিতরণের ব্যাপারে কয়েকটি অভিযোগ পেয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে তাতক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে সব জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যাঁদের রেশন কার্ড নেই, সেই পরিবারগুলোর প্রত্যেক ব্যক্তিকে ৫ কেজি করে চাল দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করেছে। এই চাল সঠিকভাবে বিতরণ না হলে সার্কল অফিসাররা দায়বদ্ধ থাকবেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
With every passing day, our coordinated efforts against #COVID19 have helped flattening the curve in Assam. Reviewed measures taken to check the spread of #COVID19outbreak at Kamrup (M) DC Office in Guwahati.
Our fight against coronavirus continues unabated.#TogetherWeCan pic.twitter.com/iMJZfNMFKO
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) April 21, 2020
তাছাড়া সনোয়াল এ দিন ইসলাম ধর্মাবলম্বী লোকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন রমজান মাসে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে নিজের ঘরে থেকে নামাজ পড়া সুনিশ্চিত করতে হবে। এই রমজানের সময়ে ফলমূল ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কোনওধরনের সমস্যা যাতে সৃষ্ট না হয়, সেদিকে রাজ্য সরকার লক্ষ্য রাখছে বলে তিনি উল্লেখ করেন।