Barak UpdatesAnalyticsBreaking News
জিসি কলেজে ২১ এপ্রিল ছাত্র সংসদ নির্বাচন, বিজ্ঞপ্তি জারি
ওয়ে টু বরাক, ১০ এপ্রিল ঃ আগামী ২১ এপ্রিল শিলচরের গুরুচরণ কলেজে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, গত ১৭ মার্চ ছাত্রদের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠিত করানোর দাবি জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে ২৫ মার্চ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের এক বৈঠকও অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরই লিংডো কমিশনের গাইডলাইন অনুযায়ী ২১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নির্বাচনকে সামনে রেখে একটি ইলেকশন সেলও গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ ড. বিভাস দেব, রিটার্নিং অফিসার উপাধ্যক্ষ ড. গোপা সিংহ ও ইলেকশন ইনচার্জ ড. অভিজিত নাথ। এছাড়া কমিটিতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করা হয়েছে জয়ী নাথ, অনামিকা চক্রবর্তী ও রণবিজয় দাসকে। দুজন অবজার্ভার যথাক্রমে অপ্রতীম নাগ ও চন্দন পালচৌধুরী। নির্বাচন হবে মোট ১০টি পদে। এগুলো হচ্ছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (মহিলা), স্পোর্টস সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি, ম্যাগাজিন সেক্রেটারি এবং বয়েজ কমন রুম সেক্রেটারি ও গার্লস কমন রুম সেক্রেটারি।
বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে কলেজ ওয়েবসাইট থেকে ইচ্ছুক প্রার্থীরা মনোনয়নপত্র ডাউনলোড করতে পারবেন। মনোনয়নপত্র জমা দিতে হবে ১২ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে। ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। এ দিনই সাড়ে ১২টা থেকে আড়াইটের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর ১৩ এপ্রিলই বিকেল সাড়ে ৩টায় নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।