NE UpdatesAnalyticsBreaking News
জিপি সিংকে সরিয়ে দুর্নীতি নিবারক শাখার এডিজিপি সুরেন্দ্র কুমার
গুয়াহাটি, ২২ জানুয়ারি : আসাম সরকার এক নির্দেশ দিয়ে পুলিশের শীর্ষপদে পদোন্নতি দিয়ে ব্যাপক রদবদল করেছে। সে অনুযায়ী আইজিপি সুরেন্দ্র কুমারকে পদোন্নতি দিয়ে তদারকি ও দুর্নীতি নিবারক শাখার এডিজিপি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বিশেষ পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিংকে তদারকি ও দুর্নীতি নিবারক শাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইজিপি (টি এন্ড এপি) অনুরাগ আগরওয়ালকে এডিজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া ডিফুর ডিআইজি সত্যরাজ হাজরিকাকে বিটিআর-এর আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বিটিআর-এর আইজিপি দিলীপ কুমার দে-কে অতিরিক্ত এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনসুকিয়া উত্তরপূর্ব মণ্ডলের ডিআইজি জিতমল দোলেকে আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। অসম পুলিশ গৃহ নিগম লিমিটেডের পরিচালন সঞ্চালক অরবিন্দ কলিতাকে বি আইর আইজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে।
নিরাপত্তা শাখার ডিআইজি ইমদাদুল হোসেন বরাকে আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে। তদারকি ও দুর্নীতি নিবারক শাখার দেবজ্যোতি মুখার্জিকে মধ্য সংমণ্ডলের আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনকে পদোন্নতি ও বদলি করা হয়েছে।