Barak UpdatesBreaking News

জনতার অর্থেই চিকিৎসা হচ্ছে ১৩ বছরের হুতিরঙের

৭ এপ্রিল: নগেন্দ্র রিয়াং মুম্বইয়ে কাজ করেন৷ লকডাউনে সব বন্ধ হয়ে পড়লে তিনি বাড়ি চলে আসেন৷ পথের নানা ঝক্কিতে সব টাকা ফুরিয়ে যায়৷ বাড়ি ফিরে আরেক যন্ত্রণা৷ লকডাউনে চাল-ডাল, টাকাপয়সা সব শেষ৷ এ দিকে, মুম্বই থেকে ফিরেছেন বলে কোয়রান্টাইনে পাঠানো হয়েছে তাকে৷

Rananuj

এই অবস্থায় মঙ্গলবার উপোষ থাকতে হবে দেখে ১৩ বছরের হুতিরুং বাড়ির সজনে গাছে উঠেছিল৷ কিছু যদি বিক্রি করা যায়! নইলে সজনে সেদ্ধ করেও তো খাওয়া যাবে! কিন্তু হঠাৎ গাছের ডাল ভেঙে নীচে পড়ে যায় মেয়ে৷ স্থানীয় হাসপাতাল তাকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠায়৷ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানান, মাথায় প্রচণ্ড চোট ৷ তাকে গুয়াহাটি নিয়ে যেতে হবে৷ কিন্তু সজনে খেয়ে যে দিন কাটাতে চায়, তারা চিকিৎসার জন্য যাবে গুয়াহাটিতে! আশা ছেড়ে দিয়ে শিলচরের ডাক্তারদেরই চিকিৎসার অনুরোধ জানান হুতিরুঙের মা৷

তখনই বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে সক্ষম নামের এনজিও৷ হুতিরুংয়ের অবস্থা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্যের আবেদন করা হয়৷ কয়েক ঘণ্টার মধ্যে মোট ৪৩ হাজার টাকা জমা পড়ে নগেন্দ্র রিয়াঙের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ ওই ভরসায় রাতেই গুয়াহাটি রওয়ানা হন তাঁরা৷ মঙ্গলবার জিএনআরসি হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চিকিৎসা শুরু হয়েছে৷ সম্ভবত অস্ত্রোপচারের প্রয়োজন হবে না৷ সক্ষমের কর্মকর্তা মিঠুন রায় জানান, অস্ত্রোপচার লাগলেও তারা তাকে সুস্থ করে তুলবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker