India & World UpdatesBreaking News
ছত্তিশগড়ে নিরঙ্কুশ ক্ষমতায় কংগ্রেস, পদত্যাগ করলেন রমন সিংCongress to form govt in Chhattisgarh, CM Raman Singh resigns
১১ ডিসেম্বর : চতুর্থ বারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল রমন সিংয়ের। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় হারের পর তিনি মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। বিপরীতে কংগ্রেস বিধানসভা ভোটে বিশাল জয় ছিনিয়ে নিল। ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস ৬৮টি আসনে জয়লাভ করার পথে। ২০১৩ বিধানসভা ভোটের নিরিখে কংগ্রেস এ বার ২৯টি আসন বেশি পেয়েছে। বিপরীতে বিজেপিকে এবার মাত্র ১৬টি আসন জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। বিজেপির দখল ছাড়তে হয়েছে ৩৩টি আসনে।
ছত্তিশগড় বিধানসভার দুটি পর্যায়ে ভোট অনুষ্ঠিত হয় গত ১২ ও ২০ নভেম্বর। এদিকে, দলের শোচনীয় হারের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে রমন সিং বলেন, ‘গত ১৫ বছর থেকে ছত্তিশগড়ের মানুষ বিজেপিকে সরকারে থাকার সুযোগ দিয়েছেন। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই নির্বাচন আমাকে সামনে রেখে লড়েছে বিজেপি। ফলে এই হারের দায় আমাকে মাথা পেতে নিতে হবে। আমরা যথাযথভাবে বিরোধীর ভূমিকা পালন করব।‘ তিনি বলেন, এই হার কোনওভাবেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে না। কারণ এই নির্বাচন স্থানীয় ইস্যুর ওপরই হয়েছে।
অন্যদিকে, রাজ্যে কংগ্রেসের এই বিশাল জয়ে উচ্ছ্বসিত প্রদেশ সভাপতি ভূপেশ বাঘেল বলেন, সাংগঠনিক ভিত মজবুত থাকার জন্যই দলের এই জয় এসেছে। তিনি বলেন, জনগণ এতো বিশাল ব্যবধানে কংগ্রেসকে জয়ী করবেন, তা তাদের ধারণারও বাইরে ছিল। প্রসঙ্গত, ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন ৪৬টি আসন।
The Chhattisgarh Congress is content with celebrating an unexpectedly stunning election victory for now. Surrounded by jubilant workers, Mr Baghel told that the “wrong policies of the BJP government” had sealed its fate in the state. “This is a victory of the people. We fought the polls against the BJP’s anti-poor agenda,” he said. “Be it issues related to issuance of ration cards or faulty procurement of foodgrain, we have been taking up the issues of the poor, the underprivileged and the Adivasis.”
The Congress got 68 seats in Chhattisgarh’s 90-member assembly, leaving the ruling party with a paltry 15. By comparison, the BJP had won 49 seats in the 2013 elections to the Congress’ 39. The party has significantly improved its tally to get a clear majority in the 90-member assembly and its vote share has also improved to 43.2 per cent.
There are a few contenders for the top position, the foremost among them being Chhattisgarh Congress president Bhupesh Baghel. He was appointed as the party’s state unit chief in 2014. The other contenders for the post are TS Singh Deo, leader of the opposition in the previous assembly, and Tamradhwaj Sahu, the lone Congress parliamentarian from the state.