Barak UpdatesSports
চেস প্যারেন্টস ফোরামের দাবা শুরু শুক্রবার
২৩ ডিসেম্বর : করোনাকালে খেলোয়াড়দের উৎসাহিত করতে দাবা প্রতিযোগিতার আয়োজন করছে চেস প্লেয়ার্স প্যারেন্টস ফোরাম। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। পুরস্কার প্রদান ২৪ ডিসেম্বর। দুদিনের এই প্রতিযোগিতা হবে টাউন ক্লাবে। আজ এক সাংবাদিক বৈঠক ডেকে দাবা প্রতিযোগিতা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজক সংস্থার সভাপতি রাজীব গুপ্ত ও সচিব সমিত রায়। তারা জানান, এই প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টাউন ক্লাব। কোভিড প্রটোকল মেনে হবে দাবার আসর। খেলা হবে অনূর্ধ্ব ৯ , অনূর্ধ্ব ১১ , অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫— ক্যাটাগরিতে। এছাড়াও থাকছে ওপেন ক্যাটাগরি। বয়স ভিত্তিক প্রতিটি ক্যাটাগরিতে বেস্ট গার্ল-এর পুরস্কার থাকছে। দাবার বোর্ডে মেয়েদের সংখ্যা বাড়াতেই এ রকম উদ্যোগ। থাকছে বেস্ট এমারজেন্ট বয় ও গার্ল-এর পুরস্কার। এই বিভাগের প্রথম তিনজন খেলোয়াড়কে ট্রফির পাশাপাশি আর্থিকভাবেও পুরস্কৃত করা হবে। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতনলাল সিরোহিয়া, মলয় ভট্টাচার্য, নন্দদুলাল রায়, বিকাশ দাস, অলক বর্মন ও মনোজ দাস।