India & World UpdatesBreaking News
চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, বললেন সেনাপ্রধান
১৩ জুন: চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনে৷
সেনা কমান্ডারদের মধ্যে একাধিক বার বৈঠকের পর ভারত ও চিন দু’পক্ষই বেশ কিছু সেনা সরিয়ে নিয়েছে। যে সমস্ত বিষয়গুলি নিয়ে দু’পক্ষের মধ্যে মতপার্থক্য হয়েছিল তা-ও মিটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন নরবনে।
মে মাসের শুরুর দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তর সিকিম থেকে পূর্ব লাদাখের মধ্যে একাধিক জায়গায় সীমান্ত লঙ্ঘনের অভিযোগ ওঠে চিনা বাহিনীর বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একাধিক এলাকায় ভারত ও চিন মুখোমুখি সেনা সমাবেশ করায়। দু’দেশের মধ্যে উত্তেজনার সেই পারদ এখন অনেকটাই নিম্নমুখী বলে শনিবার জানিয়েছেন সেনাপ্রধান। নরবনে বলেন, ‘‘আমি সকলকে আশ্বস্ত করছি, চিন লাগোয়া সীমান্ত জুড়ে গোটা পরিস্থিতিই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা চালাচ্ছি। দু’পক্ষের কোর কমান্ডার স্তরে বৈঠক শুরু হয়েছিল এবং স্থানীয় কমান্ডারদের স্তরে তা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’’