NE UpdatesAnalyticsBreaking News
চা বাগান এলাকার স্কুলে মিড ডে মিলে ৩টি ডিম, সিদ্ধান্ত ক্যাবিনেটে
গুয়াহাটি, ১২ জুলাই : এ বার রাজ্যের চা বাগান এলাকার বিদ্যালয়গুলোতে মধ্যাহ্ন ভোজনে সপ্তাহে তিনটি করে ডিম দেওয়া হবে। এর আগে সপ্তাহে একটি ডিম দেওয়া হতো। বুধবার জনতা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে, ডিমের মধ্যে উচ্চ মানের প্রোটিন রয়েছে, যা শারীরিক সক্ষমতা আরও বাড়াবে। এর পাশাপাশি অন্যান্য অপুষ্টিজনিত শমস্যা নিরসনেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তাছাড়া স্কুলে উপস্থিতির হার বাড়াতেও এর একটি ইতিবাচক দিক রয়েছে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে স্কুলছুটের হারও কমবে বলে এ দিন ক্যাবিনেট কমিটি উল্লেখ করেছে।
ক্যাবিনেটে ৬ জনগোষ্ঠীর জন্য বিশেষভাবে আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস বকোতে হবে। এই ক্যাম্পাসের জন্য জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার।