NE UpdatesAnalyticsBreaking News
চার আঞ্চলিক শক্তি একমঞ্চে, আত্মপ্রকাশ ‘অসম আঞ্চলিক মোর্চা’র
গুয়াহাটি, ৩ আগস্ট : বিজেপিকে প্রতিহত করার লক্ষ্যে আঞ্চলিকতাবাদী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চারটি আঞ্চলিক দল। শনিবার গুয়াহাটিতে রাজ্যের চারটি আঞ্চলিক দলের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় দল অসম, রাইজর দল, অসম জাতীয় পরিষদ এবং অল পিপল হিল লিডারস কনফারেন্স-এর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের আঞ্চলিক দল ও জনগোষ্ঠীর একটি যৌথ রাজনৈতিক মঞ্চ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গুয়াহাটির হোটেল লিলিতে চারটি আঞ্চলিক দলের যৌথ সভার প্রস্তাব অনুযায়ী, ‘অসম আঞ্চলিক মোর্চা’ নামে রাজ্যের আঞ্চলিক দলগুলোর একটি যৌথ মঞ্চ গঠন করা হয়। অন্যদিকে বৈঠকে আগামী সেপ্টেম্বরে গুয়াহাটিতে একটি জাতীয় রাজনৈতিক অভিবর্তন অনুষ্ঠিত করার প্রস্তাব গ্রহণ করা হয়। এর পাশাপাশি বৈঠকে চারটি দলের সভাপতিকে আহবায়ক ও ভাস্কো ডি শইকিয়াকে সমন্বয়ক হিসাবে নিয়ে একটি সমিতি গঠন করা হয়।
এ দিন বৈঠকে জাতীয় দল অসমের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়া, অসম জাতীয় পরিষদের সভাপতি নুরিনজ্যোতি গগৈ, রাইজর দলের ভাস্কো ডি শইকিয়া এবং অল পিপল হিল লিডারস কনফারেন্সের সভাপতি জন ইংতি কাথার সহ এই দলগুলোর অন্য কয়েকজন নেতা অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘চারটি আঞ্চলিক দলের এটি তৃতীয় বৈঠক। এর আগে আমরা অনানুষ্ঠানিকভাবে মিলিত হয়েছিলাম। আজ এটি আনুষ্ঠানিক রূপ লাভ করেছে। আজ চারটি দল একত্রিত হল এবং আগামীতে এর পরিসর বৃদ্ধি পাবে। আমরা একত্রিত হয়ে একটি ফোরাম গঠন করতে চেয়েছি। বহু রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তি আমাদের সঙ্গে যোগ দেবে। সম্মিলিত আঞ্চলিক শক্তির নাম ‘অসম আঞ্চলিক মোর্চা’।
অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি বলেন, শুধু এই চারটি আঞ্চলিক দলই নয়, আগামী দিনে আর কাকে সামিল করা যায়, সে ব্যাপারেও আলোচনা হয়েছে। বিপিএফ সহ সবার জন্য এর দ্বার উন্মুক্ত রয়েছে।