India & World UpdatesBusinessBreaking News
চাকরি হারাতে চলেছেন এক্সেনচুয়া-র ২৫ হাজার কর্মচারী
২৬ আগস্ট: করোনা কোপে এবার চাকরি হারাতে বসেছেন ‘Accenture’ কোম্পানিতে কর্মরত ২৫ হাজার কর্মচারী। এরমধ্যে বেশিরভাগই ভারতীয়। এক সূত্র অনুযায়ী, কোভিড-১৯ মহামারির দরুন এই গ্লোবাল প্রফেশনাল কোম্পানি প্রচুর লোকসানের মুখে পড়েছে। আর এর প্রভাব বেশি পড়েছে ভারতীয় কর্মচারীর ওপর। কারণ, কোম্পানিতে বিশ্বজুড়ে ৫ লক্ষ কর্মী কাজ করেন। এরমধ্যে শুধু ভারতীয় কর্মীই ২ লক্ষ।
সম্প্রতি, কোম্পানির সিইও জুলি সুইট এক সভায় এসক্রান্ত ইঙ্গিত দেন। তিনি জানিয়ে দেন, পারফরম্যান্সের ভিত্তিতেই হবে ৫ শতাংশ ছাটাই। আর এখানেই সমস্যায় পড়েছেন এসব কর্মচারী। চাকরি খোয়াতে বসেছেন হাজার হাজার ভারতীয় যুবক-যুবতী।