India & World UpdatesAnalytics

ঘরে ফিরছেন শচীন! রাহুলের সঙ্গে বৈঠকের পরই খুলছে জট

১০ আগস্ট : অবশেষে গত কয়েকদিন ধরে চলা বিবাদের অবসান হতে চলেছে। রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলটের সঙ্গে দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর দেখা হওয়ার কথা ছিল সোমবার। বিকেলে জানা যায়, দিল্লিতে রাহুলের বাড়িতে গিয়েছেন শচীন। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীও। তিনজন প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন বলে জানা যায়। রাহুল আশ্বাস দেন, যে বিষয়গুলিতে প্রতিবাদ জানিয়ে শচীন বিদ্রোহ করেছিলেন, তা খতিয়ে দেখা হবে।

শচীন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ব্যাপারে তাঁর বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।। রাহুল এই বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রাহুলের সঙ্গে দেখা করার পরে পর্যবেক্ষকরা বলছেন, এতদিনে ঘরে ফিরলেন শচীন। গত মাসে তিনি বিদ্রোহ করার পরে রাজস্থানে কংগ্রেস সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দেয়। শচীনের সঙ্গে কংগ্রেসের আরও ১৮ জন বিধায়ক বিদ্রোহ করেছিলেন। এ দিন তাঁরাও ‘ঘরে ফিরলেন’ বলে পর্যবেক্ষকদের ধারণা। রাহুল জানিয়েছেন, শচীনের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য একটি প্যানেল তৈরি করবে দল। ‘ঘর ওয়াপসি’-র ফর্মুলা অনুযায়ী শচীনকে সম্ভবত রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেসের সভাপতির পদটি ফিরিয়ে দেওয়া হবে। দু’সপ্তাহ আগে প্রিয়ঙ্কা ফোনে শচীনের সঙ্গে কথা বলেন। তারপরে দু’জনের বৈঠক হয়।

শচীন বলেন, আগামী দিনে তিনি রাজস্থানে থেকেই রাজনীতি করতে চান। দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিন আশ্বাস চান, কংগ্রেসে তাঁর ভবিষ্যত্‍ সুরক্ষিত থাকবে। প্রিয়ঙ্কা তাঁকে কোনও কথা দেননি। পরে কংগ্রেসের অপর দুই প্রথম সারির নেতা আহমেদ প্যাটেল ও কে সি বেণুগোপালের সঙ্গে শচীন কথা বলেন। তিনজনের সঙ্গে শচীনের কী কথা হয়েছে সব রাহুলকে জানানো হয়। তখন তিনি রাজস্থানের বিদ্রোহী নেতার সঙ্গে বৈঠকে রাজি হন।

এ দিকে, রবিবারই রাজস্থান কংগ্রেস সিদ্ধান্ত নেয়, যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের ফিরিয়ে নেওয়া হবে না। এ দিন মরুশহর জয়সলমিরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসে। এআইসিসি-র সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে বলেন, কংগ্রেসে বিদ্রোহ নিয়ে ব্যবস্থা নেবে হাইকম্যান্ড। তবে তিনি নিজে চান, বিদ্রোহীদের যেন আর ফেরানো না হয়। কিন্তু সোমবার রাহুলের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট, শচীন স্বমহিমায় দলে ফিরছেন। রাজস্থানে বিধানসভার অধিবেশন বসছে ১৪ আগস্ট। সেখানে সম্ভবত আস্থাভোট নিতে চাইবেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker