NE UpdatesBarak UpdatesAnalytics
গ্রামে ঘর নির্মাণেও লাগবে সরকারের অনুমতি, দিতে হবে কর
৪ আগস্ট : এখন থেকে গ্রামে ঘর নির্মাণ করলেও নিতে হবে সরকারের অনুমতি। হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের সৌজন্যে এ বার গ্রামাঞ্চলে ঘর নির্মাণ করলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অনুমতি নিতে হবে। এমনকি যে ব্যক্তি ঘর নির্মাণ করবেন তাকে সরকারের নির্দিষ্ট করা কর আদায় করতে হবে। এতদিন গ্রামাঞ্চলে ঘর নির্মাণ করতে হলে কারও অনুমতি নিতে হতো না বা সরকারকে কোনও কর দেওয়ার প্রয়োজন পড়ত না।
বুধবার আসাম বিধানসভার অধিবেশন বিজেপি সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, অসমিয়ারা এ বার বিহু আয়োজন করলেও কি বিজেপি সরকারের অনুমতি নিতে হবে? আরএসএস নাগপুরের নির্দেশে অসমের জনগণকে কি চলতে হবে?
তিনি বলেন সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রামাঞ্চলের কৃষির উপর নির্ভরশীল লোকজন ক্ষতিগ্রস্ত হবেন। কোভিড চলাকালীন সময়ে কৃষকদের উপর চাপিয়ে দেওয়া সরকারের এই নীতি জনস্বার্থের পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেছেন।