Barak UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটি যেতে হাফলং রোড ব্যবহার নয়, নির্দেশ ডিমা হাসাও জেলাশাসকের
ওয়ে টু বরাক, ২৮ মে : শিলচর থেকে গুয়াহাটি যেতে ইচ্ছুক যাত্রীদের হাফলং রোড ব্যবহার না করতে নির্দেশ জারি করেছেন ডিমা হাসাওয়ের জেলাশাসক। এতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৮টা থেকে ১ জুন পর্যন্ত শিলচর হাফলং রোড বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কেউ গুয়াহাটি যেতে চাইলে মেঘালয় রোড হয়ে যাবার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার শিলচরে হাফলঙের জেলাশাসকের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা।
জেলাশাসক ঝা এ দিন বলেন, বর্তমানে মেঘালয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। লাগাতার বৃষ্টির ফলে সোনাপুরে ধস নামায় এই রাস্তাটি মাঝে মাঝেই বন্ধ হয়ে যাওয়ার দুশ্চিন্তার কথাও উঠে আসে জেলাশাসকের কথায়। তবে তিনি বলেন, টানা বৃষ্টিতে পাহাড় থেকে পাথর ও কাদামাটি নেমে এলেও সেখানে শ্রমিকরা মজুত রয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব সড়কটি চলাচলের উপযোগী করে তুলছেন তারা। তিনি বলেন, বর্তমানে রাস্তাটি বন্ধ নয়, তবে ঝুঁকি থাকায় যানবাহন সড়কের ওই অংশ দিয়ে ধীরে চলছে।
তিনি বলেন, অত্যাবশ্যকীয় সামগ্রীর জোগানে জেলায় কোনও সমস্যা নেই। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ফলে অত্যাবশ্যকীয় সামগ্রী, পেট্রোল-ডিজেল ইত্যাদি যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে।