NE UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটির দিঘলিপুখুরি উড়াল সেতু নির্মাণ বন্ধে হাইকোর্টের হস্তক্ষেপ চাইলেন দেবব্রত
গুয়াহাটি, ২ নভেম্বর : গুয়াহাটির দিঘলিপুখুরি ও নুনমাটির মধ্যে সংযোগকারী উড়াল সেতুর নির্মাণ বন্ধ করার জন্য গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া। মূলত গুয়াহাটির পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা এবং প্রদূষণ সৃষ্টি করার অভিযোগ তুলে তিনি উড়াল সেতুটি নির্মাণ কাজে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে শনিবার একটি আবেদন দাখিল করেছেন।
বিরোধী দলপতি দাখিল করা আবেদনে উল্লেখ করেছেন, চলতি বছরের ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ৫.৪৪ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতুটি নির্মাণে ৮৫২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
সেতুটি নির্মাণের সময় সমগ্র অঞ্চল দূষিত হওয়ার পাশাপাশি কৃত্রিম বন্যা ও যানজটের সমস্যা সহ পথচারী ও ব্যবসায়ীদের সমস্যা আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আবেদনে তিনি উল্লেখ করেছেন ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৩ অনুযায়ী, গুয়াহাটি দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, গুয়াহাটিতে ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি ঘনমিটারে পিএম ২.৫ এর ঘনত্ব ৫১ থেকে ১০৫.৪ মাইক্রোগ্রামে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। হাইকোর্ট সেতু নির্মাণে হস্তক্ষেপ করে অন্যান্য পরিবেশ অনুকূল বিকল্প পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিতে আবেদন জানিয়েছেন তিনি।