NE UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটির জল বিস্ফোরণে ২৩ পরিবারকে ১২ লক্ষ সাহায্য
গুয়াহাটি, ৫ জানুয়ারি : গুয়াহাটির খারঘুলির জল বিস্ফোরণের ঘটনায় ২৩টি পরিবারকে মোট ১১ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। গতকাল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার একটি তালিকা প্রকাশ করেরছে গুয়াহাটি জল বোর্ড। ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার চারটি পরিবারকে সাহায্য প্রদান করা হয়। পরবর্তীতে বাকি পরিবারগুলোকে অর্থ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গুয়াহাটির খারঘুলিতে জাইকার জলের পাইপ ফেটে বৃহস্পতিবার সকালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এতে বহু পরিবার বিপদের মুখে পড়ে। ঘর তথা সম্পত্তি তছনছ হয়ে পড়া এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গত বৃহস্পতিবার রাতেই ক্ষতিপূরণ দিয়েছিল। আক্রান্তদের মধ্যে ৪টি পরিবারকে জল বোর্ড ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়। ওইদিন রাতে গুয়াহাটির মেয়র মৃগেন শরণিয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই ক্ষতিপূরণ প্রদান করেন। এ বার আরও ২৩টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলো।