Barak UpdatesBreaking News

গানে কথায় রাধারমণ দত্তের প্রয়াণ দিবস পালন শিলচরে

১৩ নভেম্বর : ১০ নভেম্বর ছিল বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থের প্রয়াণ দিবস। এ উপলক্ষে আন্তর্জাতিক রাধারমণ পরিষদের শিলচর শাখা মালুগ্রামে কথা ও গানে রাধারমণ দত্তের প্রয়াণ দিবসটি পালন করে। আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সদস্য-সদস্যা ছাড়াও এতে উপস্থিত ছিলেন শিলচরের বিশিষ্ট ব্যাক্তিরা। সঙ্গীত পরিবেশন করেন শিবশঙ্কর ধর, অরুনিমা চক্রবর্তী,  অভিষেক পাল, সংযুক্তা চৌধুরী, স্বপ্নজিত গোয়ালপাড়িয়া, শ্রোতাশামষ্মি শর্মা, শিবানী ভট্টাচার্য। তবলায় ছিলেন ভাস্কর দাস ও সুরজিত দাসগুপ্ত, বাংলা ঢোলে সন্তোষ চন্দ।

গানের সঙ্গে রাধারমণ দত্তের জীবনী ও তাঁর সৃষ্টি নিয়ে আলোচনা করেন অসীম ভট্টাচার্য। শিলচরে এই প্রথমবারের মতো রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী পালন করল পরিষদ। এই পরিষদের সভাপতি সন্তোষ চন্দ ও সম্পাদক অসীম ভট্রাচার্য জানান, এখন থেকে লোককবি ও সাধকদের জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের উদ্যোগ নেবে আন্তর্জাতিক রাধারমণ পরিষদের শিলচর শাখা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker