Barak UpdatesCultureBreaking News

গণেশ চতুর্থীতে গোলদিঘি মলে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

৬ সেপ্টেম্বর : গোলদিঘি ম৬ল মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণেশ চতুর্থী উপলক্ষে ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল শহরের বিশিষ্ট সঙ্গীত ও নৃত্যের দল সহ একক সঙ্গীতের অনুষ্ঠান। এই তিনদিন অনুষ্ঠানে সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেন শিলচর ইয়ুথ কয়্যারের শিল্পী চায়না সোম, অভিষেক পাল ও শিবশংকর ধর।  নৃত্যে ছিলেন রূপসা কর্মকার ও মাহি সূত্রধর।

Rananuj

উধারবন্দের গানের ভেলা, রবি-জুঁই সঙ্গীত বিদ্যালয় ও কৃষ্টিবিবেক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। একক নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী রাজস্মিতা দত্ত, নীলাঞ্জনা দেব, পায়েল দেব, পুরবী চক্রবর্তী, প্রযুক্তা পাল, অস্পিতা দাস। একক সঙ্গীত পরিবেশন করে শিশুশিল্পী দীপশিখা চন্দ। সমবেত নৃত্যে অংশগ্রহণ করে শুভ্রাংশু নাথ মজুমদারের পরিচালনায় নিক্কণ সঙ্গীত বিদ্যালয়, টিনা দেব এবং সুমি দে-র পরিচালনায় নৃত্যাঞ্জলি ডান্স স্কুল, অপু সূত্রধরের পরিচালনায় কলাক্ষেত্রম মিউজিক স্কুল, রূপা ভৌমিকের পরিচালনায় পঞ্চানন কলা নিকেতন, মিলি রায়ের পরিচালনায়  নৃত্যম কলাকেন্দ্র। তিনদিনের অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শিবশংকর ধর, অভিষেক পাল, শ্যামলসুন্দর দেব, অপূর্বা দেব, অনন্যা দেব, অনিমেষ দেব, দোলন পালিত, প্রদীপ সিনহা, পঙ্কজ নাথ, পপি রায়, বিক্রমজিৎ বাউলিয়া, মঞ্জুশ্রী দাস এবং বিধান লস্কর। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন তবলায় ও বাংলা ঢোলে সন্তোষ চন্দ, প্রদীপ সিনহা, বিশ্বজিৎ দেব ও পরিমল দাস৷ কিবোর্ডে দিবাকর দাস, শুভঙ্কর পাল, বিধান লস্কর৷ অক্টোপ্যাডে লোহিতেশ দাস৷ সঞ্চালনায় ছিলেন প্রদীপ সূত্রধর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সভাপতি রামানুজ গুপ্ত, সম্পাদক অমৃত পাল। পরিচালনায় ছিলেন দীপক চন্দ এবং সন্দীপ পাল। প্রতিদিন কাজল কর্মকারের পরিচালনায় ছিল ঢাকবাদ্য, আরতি, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং কাশিবাদন৷ গোলদিঘি মল মার্চেণ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক গোবিন্দ কংসবণিক জানান, এই তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা অংশ নিয়েছে। আগামীতেও এ ধরনের অনুষ্ঠান করবে আয়োজক কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker