Barak UpdatesCultureBreaking News
খুঁটি পুজো করে শারদীয়া আমন্ত্রণ পূর্বপাড়ার
২৫আগস্ট: বলতে হয় এই অনুষ্ঠানটি শরতের আগেই শারদীয় উৎসবের আমন্ত্রণ। আরেকটা দিকে বলতে গেলে পূজাপ্রেমীদের বাড়তি উৎসাহ-উদ্দীপনা ধরে রাখতে একটা সুন্দর উদ্যোগও বটে।
রবিবার শিলচর অম্বিকাপুর পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা এমন আমেজই তৈরি করে দিল। উসকে দিল মা দশভূজার আগমনী ঘিরে আগাম প্রাণবন্ত ভাবনাকে।
এবার শতবর্ষ উদযাপন করছে অম্বিকাপুর-হসপিটাল রোড দুর্গাপূজা কমিটি। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আগে থেকেই নানা আয়োজন চলছে। এবার খুঁটি পুজো করে দুর্গাপূজা আয়োজনে আরেকধাপ এগিয়ে গেল পূর্বপাড়া।
আসলে পূজার মণ্ডপ তৈরির আগেই হয়ে থাকে খুঁটি পূজা। কারণ, একটি পূজার সম্পূর্ণ সৌন্দর্যায়নে একটি মণ্ডপের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আর সেই দৃষ্টিকোণ থেকেই যুক্তিসঙ্গতভাবে এই পুজো।
যদিও শাস্ত্রীয় পণ্ডিতদের মতে, প্রাচীন শাস্ত্রে এই পরম্পরার উল্লেখ নাই। লোকাচারের জায়গা ধরেই হয়ে থাকে এই পুজো। এ দিনের খুঁটি পূজায় কমিটির সভাপতি অসমঞ্জ বিশ্বাস, সম্পাদক তমাল বণিক সহ নবীন-প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন। পূজায় সক্রিয় ছিলেন মহিলারা। সারাটা সময় ঢাকের তালের সঙ্গে উলুধ্বনি-শঙ্খধ্বনি দিয়ে পূজার ভাবাগের জায়গাটা জিইয়ে রাখেন মা-বোনেরা।