India & World UpdatesBreaking News
খালি জলের বোতল দিয়ে টি-শার্ট বানাবে রেল, জমা দিলেই ৫ টাকা
২৬ জুলাইঃ রেল স্টেশন ও রেলের কামরায় খালি হয়ে পড়ে থাকা প্লাসটিকের বোতলগুলোকে কাজে লাগানোর জন্য এ বার তৎপর হয়েছে রেল বিভাগ। বিভাগই এই খালি প্লাসটিকের বোতল দিয়ে টি-শার্ট ও টুপি বানাবে। এজন্য বোতলগুলো সংগ্রহের এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্লাসটিকের বোতলগুলো জমা করলে প্রতিটি বোতলের জন্য ৫ টাকা দেওয়া হবে। পরিবেশ সহায়ক এই কাজের জন্য রাজ্যের জনগণ এগিয়ে আসবেন বলে মনে করছে রেল বিভাগ।
পূর্ব মধ্য রেলওয়ের ৪টি স্টেশন পাটনা জংশন, রাজেন্দ্রনগর, পাটনা সাহিব ও দানাপুর স্টেশনে রিভার্স ওয়েডিং মেশিন রাখা হয়েছে, যাতে জলের খালি প্লাসটিক বোতলগুলো থেকে টি-শার্ট ও টুপি বানানো হচ্ছে। পূর্ব মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, রেলওয়ে স্টেশনে পড়ে থাকা পানীয় জলের প্লাসটিক বোতল থেকে পূর্ব মধ্য রেলওয়েই টি শার্ট তৈরি করবে। তিনি জানান, টি-শার্ট তৈরি করার জন্য মুম্বাইয়ের একটি কোম্পানির সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই প্লাসটিক থেকে তৈরি টি-শার্ট বাজারে পাওয়া যাবে। বর্তমানে ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে এ ধরনের টি-শার্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা ক্রেতারা খুব পছন্দ করেছেন। এর পাশাপাশি এই প্রক্রিয়ার মাধ্যমে প্লাসটিকের প্রদূষণ থেকে রেল বিভাগ অনেকাংশেই মুক্ত হবে। অন্যদিকে, যাত্রীরা খালি বোতল জমা দিয়ে ৫ টাকা পাবেন। এই ৫ টাকা যাত্রীরা ভাওচার হিসেবে রেলের এজেন্সি বায়ো ক্র্যাশ থেকে সংগ্রহ করবেন। এই টাকা দিয়ে যে কোনও আধুনিক দোকান বা মল থেকে সামগ্রী ক্রয় করা যাবে।