India & World UpdatesAnalyticsBreaking News
খাদ্যপণ্যে চটের ব্যাগ বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার
নতুনদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : ফের খাদ্যপণ্যে জুট ব্যাগ বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয় খাদ্যপণ্যে জুট ব্যাগের বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশিকা আপাতত ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। সরকারি সূত্রে বলা হয়েছে, চাল গম, ডাল ইত্যাদির ক্ষেত্রে একশো ভাগ পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। কোনও অবস্থাতেই প্লাস্টিক ব্যবহার করা যাবে না। চিনিতে ২০ শতাংশ ক্ষেত্রে জুট ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছে।
কেন্দ্র সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে ৩ লক্ষ ৭০ হাজার জুট মিল শ্রমিক উপকৃত হবেন। কেন্দ্র সরকার খাদ্য সরবরাহকারী সংস্থা এফসিআইয়ের জন্য বছরে নয় হাজার কোটি টাকার পাটের ব্যাগ কিনে থাকে। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, মেঘালয়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্য। খুশি পরিবেশ আন্দোলনকারীরাও।