NE UpdatesBarak UpdatesBreaking News
ক্যাব আজ কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদিত হবে, দু-একদিনেই সংসদে
৪ ডিসেম্বর: আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তোলা হবে নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)৷ ৬ ডিসেম্বর তা রাজ্যসভায় এবং ৯ ডিসেম্বর লোকসভায় পাশ করানো হবে। এর বিরুদ্ধে আসু আজ থেকে তিন দিন রাজ্যে তীব্র প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানিয়েছে৷ কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মী হুমকি দেন, এত আপত্তির পরেও বিল গৃহীত হলে প্রয়োজনে প্রাণ দিতেও পিছপা হবেন না তিনি। দিল্লিতে আসু, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও অন্যান্য জনজাতি সংগঠনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক হয়। বৈঠক হয় মণিপুরের প্রতিবাদী সংগঠনগুলির সঙ্গেও। দুই তরফেই স্পষ্ট জানান হয় সংশোধনী বিল মানা হবে না। আসু জানিয়ে দেয় অসম চুক্তি অমান্য করা কোনও শর্ত মানা হবে না। নাগরিকত্বের ক্ষেত্রে ১৯৭১ সালের ভিত্তিবর্ষই মানতে হবে। মণিপুরের সংগঠনগুলি বলে, সংশোধনীর আওতা থেকে মণিপুরকে বাদ রাখতে হবে। এ দিকে, অবস্থান বদলে অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বরা অবশ্য বলেন, এনআরসি করে যে বিদেশি বহিষ্কার হবে না তা বোঝাই যাচ্ছে। তাই পরিবর্তিত নাগরিকত্ব সংশোধনী বিলের অপেক্ষায় আছেন তাঁরা।