India & World UpdatesAnalyticsBreaking News
কোভাক্সিন-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে উত্তর প্রদেশে
২৪ সেপ্টেম্বর : তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য তৈরি কোভাক্সিন। ট্রায়াল হবে উত্তর প্রদেশের লখনউ ও গোরখপুরে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকাটি তৈরি করছে ভারত বায়োটেক। উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (মেডিক্যাল ও স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ ভারত বায়োটেক ইন্টারন্যাশানাল লিমিটেডের অধিকর্তা ভি কৃষ্ণমোহনকে একটি চিঠিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, “আপনাকে সমস্ত অনুমতি নিতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভারত সরকারের নির্দেশিকা মেনে সমস্ত নিরাপত্তা বিধি পালন করতে হবে।” সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের অধিকর্তা ডাঃ আরকে ধীমানকে লখনউয়ের জন্য নোডাল অফিসার ও বিআরডি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ গণেশ কুমারকে গোরখপুরের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।