India & World UpdatesAnalyticsBreaking News
কোন কোন দফতর নিজের কাছে রেখেছেন মোদি
নতুন দিল্লি, ১১ জুন : ৯ জুন নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পাশাপাশি, সেখানে অন্যান্য মন্ত্রীরাও শপথ গ্রহণ করেছিলেন। এদিকে, সোমবার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন এবং মন্ত্রকগুলি ভাগ করে দেন। মন্ত্রক বণ্টনে বিগত সরকারের আভাস দেখা গেছে। শীর্ষ ৪-এর যে মন্ত্রক রয়েছে সেখানে গতবারের মন্ত্রীরাই বহাল রয়েছেন। পাশাপাশি, কিছু মন্ত্রক নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী মোদি।
প্রধানমন্ত্রী মোদি কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ ও সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয়গুলির পাশাপাশি সেই বিভাগগুলি নিজের কাছে রেখেছেন যেগুলো কোনও মন্ত্রীকে বরাদ্দ করা হয়নি।
উল্লেখ্য, ড. জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাজ করবেন। কারণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব), ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব), প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী, কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব, পরমাণু শক্তি বিভাগে প্রতিমন্ত্রী এবং মহাকাশ বিভাগে প্রতিমন্ত্রীর দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ বিভাগই এমন যে সেগুলির দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন।