Barak UpdatesBreaking News

কোটি কোটি টাকার বাজেয়াপ্ত নেশাসামগ্রী পোড়াল কাছাড়-করিমগঞ্জ পুলিশ

ওয়েটুবরাক, ৩০ জুলাই : কোটি কোটি টাকার বাজেয়াপ্ত নেশাসামগ্রী পোড়াল পুলিশ৷ শনিবার একই দিনে এই মাদক বিনষ্ট করার প্রক্রিয়া চলে কাছাড় ও করিমগঞ্জে৷ দক্ষিণ আসাম রেঞ্জের  ডিআইজি কঙ্কনজ্যোতি শিকদার জানান, কাছাড় জেলার শ্রীকোণায় পোড়ানো হয় দুই হাজার কোটি টাকার নেশাদ্রব্য৷ এর মধ্যে রয়েছে ৮.৪৩০ কেজি ড্রাগস, ৯৮২০.৯৫০ কেজি গাঁজা, ২২৭১ বোতল কফসিরাপ এবং ৯৬৭৮১৭টা ইয়াবা ট্যাবলেট৷ করিমগঞ্জে পোড়ানো হয়েছে ৩.৬৫০ কেজি ড্রাগস, ৫১৮৫ কেজি গাঁজা, ৭৬১০৩ বোতল কফসিরাপ এবং ৫৯৫৩৬৬টা ইয়াবা ট্যাবলেট৷

Rananuj

ডিআইজি শিকদার জানান, পুলিশ ড্রাগস বিরোধী অভিযান তীব্রতর করে চলেছে৷ এর ফলেই এত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে৷ এই অভিযান অব্যাহত থাকবে বলে ডিআইজি জানিয়ে দেন৷ তিনি এ ব্যাপারে সাধারণ জনতারও সহযোগিতা কামনা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker