NE UpdatesSportsBreaking News
কোকরাঝাড়ে ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন-প্রদর্শন
২২ জুলাই : মাঝে মাত্র কয়েকটা দিন। কোকরাঝাড়ের সাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঐতিহ্যমন্ডিত ডুরান্ড কাপ ফুটবলের লিগ ম্যাচ। আগামী ৫ আগস্ট থেকে বড়োল্যান্ড প্রশাসনের সহায়তায় প্রথমবারের মতো সাই স্টেডিয়ামে ১৩২তম ডুরান্ড কাপ ফুটবলের লিগ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার এ উপলক্ষে কোকরাঝাড়ে ডুরান্ড কাপের তিনটি ট্রফি উন্মোচন ও প্রদর্শন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে, মন্ত্রী নন্দিতা গার্লসা, মন্ত্রী ইউ জি ব্রহ্ম, বিটিসি প্রধান প্রমোদ বড়ো এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার সহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।
৫ আগস্ট প্রথম লিগ ম্যাচে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মনোজ পান্ডে। উল্লেখ্য কোকরাঝাড়ে ডুরান্ড কাপের মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচগুলোকে কেন্দ্র করে কোকরাঝাড়বাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি বলেন, ফুটবলের মাধ্যমে জীবন ও জীবিকা গড়ে তোলা সম্ভব।
বিটিসি প্রধান প্রমোদ বড়ো বি টি আর বাসীর জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন। উল্লেখ্য ডুরান্ড কাপের লিগ পর্যায়ে অংশগ্রহণ করা দলগুলো হচ্ছে বড়োল্যান্ড এফসি, ওডিশা এফসি, দিল্লি এফসি, ডাউনটাউন হিরোজ এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান আর্মি এফসি, ত্রিভুবন আর্মি এফসি, শিলং লাজং এফসি ইত্যাদি।