India & World UpdatesBreaking News
কেরলে বন্যা : কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সহায়তা রাশিIt’s all topsy-turvy in ‘God’s own country’
এই শতাব্দীর মধ্যে এক ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে কেরল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, প্রাথমিক হিসেবে এই রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯,৫১২ কোটি টাকা। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী বিজয়ন সবার কাছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সাহায্যের আবেদন জানিয়েছেন।
তবে ইতিমধ্যেই কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকার কেরলের বন্যা পরিস্থিতির মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত সপ্তাহেই মন্ত্রক থেকে ১০০ কোটি টাকা সাহায্য ঘোষণা করেছেন। এরপর কেরলে গিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও ৫০০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বিজয়ন নিজেও তাঁর মুখ্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ তহবিলে ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা দান করেছেন। এছাড়া রাজ্যের অন্য মন্ত্রী, আধিকারিক, সেলিব্রেটি, সাধারণ মানুষ সকলেই বন্যাত্রাণ তহবিলে নিজেদের সাধ্যমতো সহায়তা করেছেন।
এদিকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেরলের বন্যা মোকাবিলায় তিন কোটি টাকার আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছেন। এই সাহায্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, অসমে বন্যা হলে দেশের অন্য কোনও রাজ্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ঠিক একইভাবে অসমও কেরলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী কেরল সরকারকে অন্য সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন। এর পাশাপাশি কেরলের ভয়াবহ বন্যায় আটকে থাকা অসমের বাসিন্দাদের উদ্ধারের জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। এ জন্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। হেল্প লাইন নম্বরটি হচ্ছে ০৩৬১-২২৩৭২১৯ এবং ০৩৬১-২২৩৭৪৬০।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা ত্রাণে কেরলকে ১০ কোটি টাকা ত্রাণ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে বলেছেন, ভগবান যেন ক্ষতিগ্রস্তদের লড়াই করার শক্তি দেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বন্যাত্রাণে কেরলকে ১০ কোটি টাকা সাহায্য দেওয়ার পাশাপাশি বলেছেন, আম আদমি পার্টির সব বিধায়ক এবং সাংসদরা ক্ষতিগ্রস্ত এই রাজ্যটিকে তাদের এক মাসের বেতন তুলে দেবেন। দিল্লির কংগ্রেস সাংসদ এবং বিধায়করাও তাদের এক মাসের বেতন তুলে দেওয়ার কথা জানিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রথমে ৫ কোটি টাকা সাহায্যের কথা জানালেও পরে অতিরিক্ত আরও ৫ কোটি টাকা দেওয়ার কথা বলেছেন। তিনি এই রাজ্যটিকে নৌকা সহ ২৪৫ জন অগ্নি নির্বাপক বাহিনীর সদস্য পাঠানোর ব্যবস্থা করার কথাও জানিয়েছেন।
এদিকে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বন্যা বিধ্বস্ত কেরলে দুর্গতদের জন্য সাহায্যের কথা ঘোষণা করেছেন। বিভিন্ন রাজ্যের মধ্যে পার্শ্ববর্তী তামিলনাড়ু ১০ কোটি, অন্ধ্রপ্রদেশ ১০ কোটি, পুদুচেরি ১ কোটি, ঝাড়খন্ড ৫ কোটি, মহারাষ্ট্র ২০ কোটি, গুজরাট ১০ কোটি, পাঞ্জাব ১০ কোটি, তেলেঙ্গানা ২৫ কোটি, বিহার ১০ কোটি, হিমাচল প্রদেশ ৫ কোটি, উত্তরাখণ্ড ৫ কোটি, ছত্তিশগড় ৩ কোটি, মধ্যপ্রদেশ ১০ কোটি, কর্নাটক ১০ কোটি, পশ্চিমবঙ্গ ১০ কোটি এবং মণিপুর ২ কোটি টাকা সহায়তা রাশি ঘোষণা করেছে।
দেশের বিভিন্ন রাজ্যের বহু ব্যবসায়ী, সেলিব্রেটি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরাও বন্যা দুর্গতদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। এনআরআই ব্যবসায়ী এম এ ইউসুফ আলি কেরলের বন্যার্তদের জন্য ব্যক্তিগতভাবে ৫ কোটি টাকা সাহায্য করেছেন। এছাড়া তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে ১ কোটি টাকা, বিজেপি সাংসদ বরুন গান্ধী দু লক্ষ টাকা, অ্যাটর্নি জেনারেল কে কে বেনু গোপাল ১ কোটি টাকা, টেলিভিশন চ্যানেল স্টার ইন্ডিয়া দু’কোটি টাকা, টেলিভিশন চ্যানেল সান টিভি ১ কোটি টাকা, এশিয়া নেট-এর কর্মীদের পক্ষে ২৫ লক্ষ টাকা, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দু’কোটি টাকা, মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার মোহনলাল ২৫ লক্ষ টাকা,কমল হাসান ও সূর্য প্রত্যেকে ২৫ লক্ষ টাকা, তামিল অভিনেতা ধনুষ ১৫ লক্ষ টাকা বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
The situation in the flood-ravaged Kerala was gradually improving, even as some rainfall was forecast for the coastal state from Monday onwards. However, the quantum of loss and damage done is immense. At last count, 357 people lost their lives, and the floods destroyed roughly 906,400 hectares worth of crops. The cost to the state and its people stands at a staggering Rs 19,512 crore. The last rival to a flood of this scale and severity in Kerala was in 1924, where monsoons pelted the hapless state with 3,368 mm of rain. At the time, over 1,000 people are said to have lost their lives, not to mention an enormous toll on livestock.
However, even as water recedes from major areas, authorities are gearing up to deal with the possible outbreak of water-borne and air-borne diseases. Commercial flight operations from the Naval airport at Kochi commenced today with the first Air India flight from Bengaluru arriving this morning. It is after 18 years that civilian flights are landing and taking off from the naval airport. The scale of devastation after Kerala’s worst floods in a century is emerging as families return to their homes after days in relief camps. The walls of most of the homes are heavily mottled, the furniture destroyed and books ruined. A film of mud and slush covers every floor and available surface.
As rescue workers and military personnel continue their rescue mission, dozens of helicopters have been dropping tones of food, medicine and water over areas cut off due to damaged roads and bridges. Chalakudi is in Thrissur, which, along with Chengannur, is among the worst hit parts of Kerala. Rescuers are searching inundated houses where they have found the bodies of those trapped by the fast-rising floodwaters. Thousands are still believed to be trapped in Chengannur.
Nearly 9 lakh people are now lodged in shelter camps in Kerala. As rescue operations wound down to its final stages, the government began to shift focus to ensuring relief to affected persons, and to the rebuilding of civic infrastructure damaged by the floods. The massive flood in Kerala has been declared a calamity of severe nature, the Home Ministry said Monday.
Ecologist Madhav Gadgil, who headed the Western Ghats Ecology Expert Panel (WGEEP), claimed on Monday that the floods and landslides in Kerala is also a man-made disaster as illegal constructions on river beds and unauthorised stone quarrying contributed to the calamity.
Help has poured in from across the country for Kerala, with several state governments pledging crores in financial assistance and NGOs collecting items of basic necessities and sending them to the flooded state. Prime Minister Narendra Modi on Saturday announced a Rs 500-crore financial package to help Kerala, an offer that his rivals and some in the state’s ruling CPI(M) said was inadequate.