NE UpdatesAnalyticsBreaking News
কেন্দ্রীয় শক্তিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হিমন্তের, আসাম পাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর ঃ গত কিছুদিন ধরে বিদ্যুৎ সংকটে জেরবার রাজ্য। এ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিংয়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শনিবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, তিনি কেন্দ্রীয় শক্তিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের জন্য ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছেন। এক্ষেত্রে শক্তিমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলেও তিনি এ দিন প্রকাশ করেন।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, আসামে ২৬ শতাংশ বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, গতকাল রাতে ক্যাবিনেট বৈঠকে ঘরোয়া গ্রাহকের বিদ্যুৎ মাশুল না বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ না পেলে ১ অক্টোবর পর্যন্ত বিদ্যুতের জোগান কিছুটা ব্যাহত হবে। তবে শিল্প কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিদ্যুৎ গ্রাহকের মাশুল বাড়ালে বিশেষ সমস্যা হবে না বলে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে মত পোষণ করেছিলেন।
সম্প্রতি গরমে রাজ্যে দৈনিক ২৫০০ থেকে ২৬০০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। ঘাটতি মেটাতে আসামের বাইরের প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দৈনিক ৬০০ থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ কর্তৃপক্ষকে।