Barak UpdatesIndia & World UpdatesBreaking News
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামে শিলচরের দেবাশিস সেনগুপ্ত
ওয়ে টু বরাক, ২৭ ফেব্রুয়ারি : দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার কার্যালয়ে ২৫ ফেব্রুয়ারি ফেডারেশন অব সেন্ট্রাল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনস (FEDCUTA) এর নতুন কর্মসমিতি গঠন করা হয়। আগামী দু বছরের জন্য এই কর্মসমিতি গঠন করা হয়।
এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিষ্ণুপ্রিয়া দত্ত। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস সেনগুপ্ত এবং কর্ণাটক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবগঙ্গা রুম্মা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরেন্দর সিং। এছাড়াও সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ভি লেনিন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজিদ জামিল।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি যৌথ ফোরাম, ফেডারেশন অব সেন্ট্রাল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনস (FEDCUTA)। শিক্ষকদের সর্বভারতীয় একটি সংস্থায় আসাম বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ স্থানে ড: দেবাশিস সেনগুপ্ত স্থান পাওয়ায় খুশির হাওয়া বইছে উত্তর পূর্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। উত্তরপূর্ব ভারতের উচ্চশিক্ষার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ড দেবাশিস সেনগুপ্ত কেন্দ্রীয় ফোরামে সোচ্চার হবেন এই প্রত্যাশা ব্যক্ত করেছেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।