Barak UpdatesBreaking News
কৃতী শিক্ষকদের খুঁজে এনে সংবর্ধনা গ্রিনল্যান্ডের
১০ সেপ্টেম্বরঃ ভেউয়ারপার মক্তবের সপ্তমী দাস, উত্তর ভাঙ্গারপার এলপি স্কুলের সুদীপ দাস, চেংদুয়ার এলপি স্কুলের বিষ্ণুপ্রসাদ সিনহা, মঙ্গলপুর এল পি স্কুলের পিয়ালী দত্ত, চেংদুয়ার বাগান এমই স্কুলের আবুল হোসেন লস্কর। বিভিন্ন গ্রাম থেকে খুঁজে বের করা হয়েছে কৃতী শিক্ষকদের। রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর শিক্ষক দিবসে তাঁদের সম্মানিত করেছে। মোট ১০জনকে প্রদান করা হয় ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড। অন্যরা হলেন—শিমূলতলা এলপি স্কুলের মাম্পী দেবনাথ, মেরুয়া গ্রান্ট এলপি স্কুলের অসীমকুমার দে, এলগিন এলপি স্কুলের রিয়া ভদ্র, কুকুবাড়ি এলপি স্কুলের রবীন্দ্রচন্দ্র দাস এবং বোয়ালজুরমুখ এলপি স্কুলের সুমন সিনহা। স্কুলের নাম দেখেই বোঝা যায়. পরিশ্রম করে শিক্ষকদের খুঁজে বের করেন গ্রিনল্যান্ডাররা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লোকগবেষক অমলেন্দু ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক হিমাদ্রী শেখর দাস ক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা দুজনই শিক্ষকদিবসের তাতপর্য ব্যাখ্যা করেন। ক্লাব সভাপতি দীপক ব্রহ্ম অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দীপ সিং ওয়ালিয়া, ডা. প্রসেনজিত ঘোষ, সুশান্ত ভট্টাচার্য, রণজিত ভট্টাচার্য ও অসীম ভট্টাচার্য।
English text here