Barak UpdatesBreaking News
কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিল রূপম, আওয়াজ উঠল পলিথিন বর্জনের
১২ জুন : বর্ণময় সাংস্কৃতিক পথচলার পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও কোনও অংশে কম নন তাঁরা। এ যাত্রায় আবারও তা হাতে-কলমে দেখিয়ে দিল শিলচরের ‘রূপম’। সংগঠনের উদ্যোগে ও রূপম প্রতাপ প্রিয় মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে সংবর্ধনা দেওয়া হল কৃতী পড়ুয়াদের। শিলচর গোলদিঘি মলের বাতায়ন বই বিপনির সামনে বুধবার সন্ধেয় আয়োজিত হয় অনুষ্ঠান। পৌরোহিত্য করেন রূপমের সভাপতি প্রদীপ দত্তরায়। মুখ্য অতিথি ছিলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য। বিশেষ অতিথি শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি পাল, শিক্ষাবিদ ড. বিভাস দেব, সৌরিন্দ্র কুমার ভট্টাচার্য, সমাজকর্মী রাজকুমার পাল প্রমুখ।
রূপমের শিল্পীদের পর পর দুটি গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গণেশ বন্দনা পরিবেশন করে রূপসা কর্মকার।স্বাগত ভাষণে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল সংস্থার প্রতিষ্ঠা ও তার পরবর্তী অবস্থান নিয়ে কথা বলেন। তাঁর কথায়, ১৯৬২ সালে যাত্রা শুরু করেছিল রূপম। আজকে এই পথে ষাট দশক ছুঁই ছুঁই। সংস্থার সমাজ-সংস্কৃতি সচেতন ভাবনা দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছে। মূলত, কাজের মধ্য দিয়ে এ ধরনের বার্তা ছড়িয়ে দিয়েছে সংস্থা। এর মধ্যে রূপমের নাট্য উৎসব উল্লেখযোগ্য। মেধাবী পড়ুয়াদের উৎসাহ বাড়াতে যে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, তাও স্পষ্ট করেন নিখিল বাবু।
অনুষ্ঠান মঞ্চ থেকে এ দিন পলিথিন বর্জনের আওয়াজ ওঠে। আর কথায় কথায় এর আগাম ঘোষণা দেন বিধায়ক দিলীপ কুমার পাল। বলেন, পলিথিন মুক্ত সমাজ গড়ার ডাক দিতে হবে সবাই মিলে। পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে এটা আমাদের দায়িত্ব। জানিয়ে দেন, পলিথিন নিষিদ্ধ করতে সরকারি নির্দেশ ইতিমধ্যে এসে গেছে কাছাড় জেলায়। খুব বেশিদিন নয়, শীঘ্র জারি হবে নোটিফিকেশন।
জেলা গ্রন্থাগার সংস্কারের পরিকল্পনা যে বাস্তবায়নের পথে দ্রুতগতিতে এগোচ্ছে, এ কথাও স্পষ্ট করেন বিধায়ক। পড়ুয়াদের উদ্দেশে দিলীপ বাবুর পরামর্শ ছিল, ‘মেধা শুধু নিজের জন্য নয়, দেশ ও সমাজের উন্নয়নে মেধা কাজে লাগলে তবেই সার্থকতা’। অন্যান্য অতিথি বক্তাও উপস্থিত মেধাবীদের নানা উপদেশ দেন। কামনা করেন তাঁদের আগামী দিনের উজ্জ্বল প্রতিষ্ঠা।
এ দিনের অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকে বাণিজ্যে প্রথম অসীম সরকার, বিজ্ঞানে দ্বিতীয় ডেইজি পাঠক, বাণিজ্যে নবম বৃন্দা রায়, করিমগঞ্জের হর্ষ গোলচা সহ বরাকের ১১ কৃতী পড়ুয়াকে সম্মান জানায় রূপম। তাঁদের হাতে শংসাপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথি ও সংস্থার কর্মকর্তারা। এদিকে, নেতাজি বিদ্যাভবন, ভরাখাই হাইস্কুল, অধরচাঁদ এইচএস ও স্বর্ণলক্ষী হাইস্কুল এই চারটি বাংলা মাধ্যম বিদ্যালয়কে ভাল ফলাফল করার জন্য সম্মান জানায় রূপম। পুরো সংবর্ধনা পর্ব সঞ্চালনা করেন দেবাঞ্জন মুখার্জি।