Barak UpdatesAnalyticsBreaking News
কিশোরের জন্মদিনে ৩ হাজার শিল্পীর গানে মুখর হবে শিলচর ডিএসএ
ওয়ে টু বরাক, ২৭ জুলাই : কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৪ তম জন্মজয়ন্তী এবার ঘটা করে উদযাপন করবে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। আগামী ৪ আগস্ট শিলচরে এ উপলক্ষে দিনভর অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে ‘হাজার কণ্ঠে কিশোর’ শীর্ষক আয়োজন। তবে অনুষ্ঠানে প্রস্তুতিতেই বোঝা গিয়েছে হাজার কণ্ঠ ছাড়িয়ে তা ৩ হাজার অতিক্রম করবে। এ কথা জানিয়ে ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা বিস্তৃত অনুষ্ঠানসূচি তুলে ধরেছেন।
ফ্যান্স ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও সম্পাদক সুজিত কুমার দাস জানালেন, ৪ আগস্ট সকাল ৬টায় বর্ণাঢ্য শোভাযাত্রা মেহেরপুর থেকে শুরু করে রাঙ্গিরখাড়ি ঘুরে আসবে শহরের সার্কিট হাউস রোডে। এই মিছিলটি এখানে এসে কিশোর কুমারের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করবে। এ দিন শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে অ্যামেচার শিল্পী তীর্থঙ্কর গোস্বামীর কিশোর কুমারের সাজে গান ও অঙ্গভঙ্গি। কারণ কিশোর কুমারের সঙ্গে তাঁর মুখের গঠন মিলে যাওয়াতেই ক্লাব বিনোদনের এই চমক তৈরি করতে চলেছে।
এরপর সকাল ৮টায় শুরু হবে দ্বিতীয় পর্ব। শিলচর ডিএসএ স্টেডিয়ামের গ্যালারিতে হাজার কণ্ঠে কিশোর অনুষ্ঠানে স্কুল, কলেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা দুটি গানে গলা মেলাবেন। এই গান দুটি হচ্ছে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ এবং ‘জীবনকে দিন ছোটে সহি’।
তৃতীয় পর্বের অনুষ্ঠান বেলা ১১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে গান্ধীভবনে। ট্র্যাকের মাধ্যমে গান গেয়ে বিভিন্ন শিল্পীরা অমর শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তাছাড়া কলকাতা ও শিলচরের বিশিষ্ট চিত্রশিল্পীরা তাৎক্ষণিকভাবে কিশোরকুমারের ছবি অঙ্কন করবেন।
এদিন সন্ধ্যা ছয়টা থেকে গান্ধীভবনে শুরু হবে কিশোর কুমার সংগীত একাডেমির শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান। প্রথমেই থাকবে দুটি সমবেত সঙ্গীত। এছাড়া একক অনুষ্ঠান উপহার দেবেন সুজিত কুমার দাস, চেংকং কাবুই, বাচ্চূ দাস। এখানে উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে অল ইন্ডিয়া অনলাইন সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিল্পীও এদিন গাইবেন। ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে তাদের সম্মান ও পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানে চিত্রশিল্পীদেরও সম্মাননা প্রদান করা হবে। এদিন সন্ধ্যায় কিশোর কুমারকে নিয়ে লেখা সুজিত কুমার দাসের একটি বই ‘চেয়েছি যারে আমি’ উন্মোচন করা হবে। এছাড়াও কলকাতা থেকে আসা কিশোর অনুরাগীরা এদিন গান গাইবেন।
সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন, কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এত বড় অনুষ্ঠান দেশের অন্য কোথাও হয়েছে বলে তিনি জানেন না। তাই মুখ্যমন্ত্রীর কানে এই অনুষ্ঠানের কথা পৌছবে বলে তিনি মনে করেন। এদিন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃদুল মজুমদার, প্রদীপ দত্তরায়, রজত ঘোষ, জয়জিত বিশ্বাস, তমোজিত ভট্টাচার্য প্রমুখ।