NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
কিডনি পাচার কাণ্ডের যোগ পশ্চিমবঙ্গে, মমতাকে চিঠি গৌরব গগৈর
১৬ জুলাই : মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন সাংসদ গৌরব গগৈ। এ নিয়ে কলিয়াবরের সাংসদ মমতাকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে অসমের বিভিন্ন জেলায় মানব অঙ্গ পাচার চক্র সক্রিয় হয়েছে। গ্রামবাসীদের বয়ান অনুযায়ী, গ্রামের গরিব মানুষদের মূলত টার্গেট করেছে ওই পাচারচক্রটি। ৩-৪ লক্ষ টাকার বিনিময়ে তাদের কিডনি নিয়ে নেওয়া হচ্ছে।’
সাংসদ গৌরব গগৈ আরও লিখেছেন, অসমে যে পাচারকারীরা সক্রিয় রয়েছে, তার জড় রয়েছে পশ্চিমবঙ্গে। এই পাচারকারীরা বর্তমান পরিস্থিতির ফায়দা নিচ্ছে। এরা মূলত গ্রামাঞ্চলের মানুষকেই টার্গেট করছে। পুলিশ প্রশাসনকে ওই পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন চিঠিতে। তিনি বলেন, লকডাউনের পরিস্থিতিতে রোজগার নিয়ে প্রচণ্ড অসুবিধায় রয়েছেন গরিব মানুষ। আর তাতেই পাচারকারীদের পাতা ফাঁদে পা দিচ্ছেন এই মানুষেরা। এই পাচার কাণ্ডের সঙ্গে কলকাতার একটি হাসপাতালের সংযোগ থাকার কথাও তিনি চিঠিতে উল্লেখ করেছেন।