India & World UpdatesBreaking News
কাশ্মীর সীমান্তে পাক সেনার গুলিতে নিহত ভারতীয় জওয়ান
২৩ আগস্ট : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ হানল পাকিস্তানি সেনা। শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে গুলিবর্ষণ করে পাক সেনা। নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার ছাউনি ও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রাম লক্ষ্য করে গুলিবর্ষণ করতে তারা। নৌশেরা সেক্টরের কালসিয়া গ্রামে পাক মর্টার হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক আধিকারিক| তবে পাকসেনাকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির পর থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। প্রতিনিয়ত ভারত-পাক সম্পর্কের অবনতি হচ্ছে। এই আবহেই শুক্রবার ভোরে কোনও কারণ ছাড়াই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। গুলি চালানোর পাশাপাশি মর্টারও নিক্ষেপ করে পাক সেনা। দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ চলতে থাকে গুলির লড়াই। পাক হামলায় গুরুতর জখম ভারতীয় সেনার একজন জওয়ানকে তড়িঘড়ি উদ্ধার করে পার্শ্ববর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।