NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
কাল থেকে বিভিন্ন জেলায় স্কুটি বিতরণ, বরাকে ১২ ডিসেম্বর
গুয়াহাটি, ৭ ডিসেম্বর : আগামীকাল অর্থাৎ ৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ড. বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান শুরু হবে। সে অনুযায়ী, বিভিন্ন মন্ত্রী জেলায় জেলায় উপস্থিত থেকে কৃতীদের স্কুটি তুলে দেবেন। আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হলেও বরাক উপত্যকায় তা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর। ওইদিন কাছাড় ও হাইলাকান্দি জেলায় স্কুটি বিতরণ করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং করিমগঞ্জ জেলায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পীযূষ হাজরিকা।
এ দিকে, ৮ ডিসেম্বর ডিব্রুগড়ে রঞ্জিত দাস, বরপেটায় রণোজ পেগু, ধেমাজিতে সঞ্জয় কিষান ও হোজাইয়ে পরিমল শুক্লবৈদ্য ড. বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ৯ ডিসেম্বর তিনসুকিয়ায় রঞ্জিত দাস, চিরাঙে ইউজি ব্রহ্ম, শিবসাগরে রণোজ পেগু, কোকরাঝাড়ে প্রমোদ বড়ো, গোয়ালপাড়ায় আশোক সিংহল, চরাইদেওয়ে বিমল বরা ও বজালিতে নন্দিতা গারলোসা অংশ নেবেন। ১০ ডিসেম্বর তামুলপুরে ইউজি ব্রহ্ম, মাজুলিতে রণোজ পেগু এবং ওদালগুড়িতে বিমল বরা স্কুটি বিতরণ করবেন।