Barak UpdatesCultureBreaking News
কালিকার ৫০ বছর: সরকারি মাইকে গান বাজিয়ে, ভিডিও-অ্যালবাম উন্মোচনে শ্রদ্ধার্ঘ্য
১১ সেপ্টেম্বরঃ করোনা আবহে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ৫০ বছর পূর্তিতে কোনও অনুষ্ঠান করা যায়নি বটে, তবে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে করোনা মোটেও প্রতিবন্ধক হয়ে উঠতে পারেনি। এ বারও সরকারি উদ্যোগে দিনটি লোকসংহতি দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে জনসংযোগ দফতরের পক্ষ থেকে একটি ভিডিও রিলিজ করা হয়। বিভিন্ন ভাষাগোষ্ঠীর পরম্পরাগত সঙ্গীত-নৃত্যে কালিকাপ্রসাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
শিলচরে জনসংযোগ কার্যালয়ে কালিকাপ্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গান-বাজনা, স্মৃতিচারণ করেন বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন নিপু শর্মা। বাঁশি বাজিয়ে শোনান সৌমেন পালচৌধুরী। সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন দিলীপ সিনহা। এ ছাড়া, বিভাগীয় স্থায়ী মাইকে কালিকার কণ্ঠে সঙ্গীত শোনানো হয় বরাক উপত্যকার তিন জেলাতেই।
শব্দব্রহ্ম নামে শিলচরের পরিচিত এক সাংস্কৃতিক গোষ্ঠী নানা বাদ্যযন্ত্রে সুরের ঝংকার তুলে কালিকাপ্রসাদকে নিবেদন করে। এই মিউজিক অ্যালবামে এস্রাজ বাজান দেবাঙ্গন সূত্রধর, বাঁশিতে সৌম্যদীপ পালচৌধুরী, শ্রীখোল বাজান ভাস্কর দাস, রত্নজয় নাথ ও শুভ্রাংশু পাল, অসমিয়া ঢোলে শিবম পাল ও স্বর্ণদীপ দেব, বাংলা ঢোলে শিবম পাল ও শুভ্রাংশু পাল, পারকাসনে স্বর্ণদীপ দেব ও রত্নজয় নাথ, কি-বোর্ডে শুভঙ্কর পাল, গিটারে সিদ্ধার্থ সিং এবং হারমোনিয়ামে ছিলেন সুদর্শন নাথ। এতে ক্যামেরার কাজ করেন সব্যসাচী দেব ও রাজদীপ রায়। দ্রোনে সঞ্জিত পাণ্ডে। এডিটর বিপ্লব দেব। শুক্রবার কালিকার জন্মদিনে কলকাতা থেকে মৃগনাভি চট্টোপাধ্যায় ও শিলচর থেকে শেখর দেবরায় একযোগে এই মিউজিক অ্যালবামটির উন্মোচন করেন। সঙ্গে ছিলেন শব্দব্রহ্মের সদস্যরা।