NE UpdatesAnalyticsBreaking News
কার্ফুর মেয়াদ ৭ দিন বাড়ল ত্রিপুরায়
৩ জুলাই : বর্তমান কোভিড সংক্রমণের জন্য ত্রিপুরায় কার্ফুর মেয়াদ বাড়ানো হল। রাজধানী আগরতলা সহ রাজ্যের মোট ৯টি শহরে আগামী ১০ জুলাই ভোর ৬টা পর্যন্ত কার্ফু বলবত থাকবে। আগের নির্দেশ অনুযায়ী আগরতলা পুরসভা সহ দশটি প্রশাসনিক কর্তৃপক্ষের আওতায় ৩ জুলাই ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছিল। নতুন নির্দেশ অনুসারে শনিবার থেকেই এটি কার্যকর হবে।
নয়া নির্দেশে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, রানিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল, জিরানিয়া নগর পঞ্চায়েত, উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল, কৈলাশহর মিউনিসিপ্যাল কাউন্সিল, পানিসাগর নগর পঞ্চায়েত, খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল ও বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকায় ১০ জুলাই পর্যন্ত কার্ফু জারি থাকবে। প্রসঙ্গত, নয়া নির্দেশে বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, কমলপুর নগর পঞ্চায়েত ও সোনামুড়া নগর পঞ্চায়েতে বিধি নিষেধ শিথিল করা হয়েছে। নতুন নির্দেশ অনুসারে কার্ফু জারি থাকা এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে জিমস, শপিং মল, বিউটি পার্লার, সেলুন, পার্ক ইত্যাদি বন্ধই থাকবে।