Barak UpdatesBreaking News
কাটা মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হাইলাকান্দিতে
করোনা প্রতিরোধে সাফাই অভিযানে হাইলাকান্দি পুরসভা
১৯ মার্চ: বৃহস্পতিবার পুরসভার কার্যবাহী আধিকারিক ত্রিদীব রায়ের নেতৃত্বে শহরের হারবাটগঞ্জ বাজারের বিভিন্ন গলিতে সাফাই অভিযান চালানো হয়। এদিন কার্রবাহী আধিকারিক রায় ,হাইলাকান্দির ওসি হেমেন্দ্র চন্দ্র নাথ, পুরসদস্য অরুণ দাস এবং পুরসভার বড়বাবু শান্তনু দেব সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে হারবাটগঞ্জ বাজারে আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ব্লিচিং জড়ান। সেইসংগে এদিন থেকে বাজারে কাটা মাছ এবং কাটা মাংস বিক্রিতে পুরসভার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
এদিন পুরসভার কার্যবাহী আধিকারিক ত্রিদীব রায় জানান যে, করোনা প্রতিরোধে হাইলাকান্দি পূজা পক্ষ থেকে সচেতনতা অভিযান চালানো হচ্ছে । করোনা সংক্রামন থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কিভাবে সতর্কতা অবলম্বন করবেন এব্যাপারে মাইকযোগে প্রচার চালানোর পাশাপাশি পুরসভার কর্মীরা শহরের ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র বিলি করছেন । সেইসংগে আরও অন্যান্য পদ্ধতিতেও হাইলাকান্দি পুরসভা সচেতনতা অভিযান চালাচ্ছে বলে কার্যবাহী আধিকারিক জানান।
অন্যদিকে, বৃহস্পতিবার হার্টবার্ট গঞ্জ বাজারে সাফাই অভিযান চলাকালীন চক্র আধিকারিক কে স্থানীয় জনগন অভিযোগ করেন যে মাছ বাজার থেকে জল বেরিয়ে যাওয়ার নর্দমার উপর বিগত প্রায় ২০ বছর ধরে একটি মুরগির গোদাম অবৈধ ভাবে তৈরি করে রাখার ফলে জল বেরুচ্ছে না। তাই তাৎক্ষণিক ভাবে ত্রিদীব রায় যায়গা টি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের উপস্থিতি পুরসভার ড্রজার লাগিয়ে জনৈক ময়না বিবির পরিবার দ্বারা নির্মিত গোদাম টি গুড়িয়ে দেন। তারপর দমকল ডেকে জল মারালেও নর্দমা পরিষ্কার হয় নি। শেষ পর্যন্ত সাফাই কর্মীদের অক্লান্ত পরিশ্রমে কুড়ি বছর পর পুরসভার নর্দমাটি বাঁধ ভাঙ্গে। এর জন্য স্থানীয় ভুক্তভোগী জনগন পুরসভার প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, ত্রিদীব রায় জানান জেলা শাসক কীর্তি জল্লির নির্দেশ অনুযায়ী নিয়মিত শহরের নালা নর্দমা পরিষ্কার হচ্ছে। একই সঙ্গে পুর এলাকায় বিভিন্ন ফাস্টফুডের দোকান, সেলুন, বিউটি পার্লার, ব্যায়মা গার গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনগন কে করোনা ভাইরাস সম্পর্কিত প্রয়োজনী সচেতনতা মূলক কার্যসূচি ও গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জনগণের সহযোগিতা কাামনা করা হয়েছে।