Barak UpdatesAnalyticsBreaking News
কাছাড়ে দ্বিচক্রযানে দুইজন চলাচলে নিষেধাজ্ঞা
২৪ মার্চ : করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া সব করা হয়েছে লকডাউন। আসাম সরকারের ঘোষণা অনুযায়ী কাছাড় জেলা প্রশাসনের তরফেও প্রয়োজনীয় আইনি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবারে অন্যান্য বেসরকারি যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ির সঙ্গে নিয়ম বেঁধে দেওয়া হল দ্বিচক্রযানেও।
এর প্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট বর্নালি শর্মা জানিয়েছেন, কোনও ব্যক্তি দ্বিচক্রযানে কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। তবে সশস্ত্র বাহিনী, প্যারা মিলিটারি, পুলিশ কর্মী এবং জেলা প্রশাসনের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। তাদের জরুরি পরিষেবার দায়িত্ব পালনে নিযুক্ত ব্যক্তিদের জন্য ব্যতিক্রম থাকবে l এই আদেশটি কাছাড়ের জেলাজুড়ে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন জেলাশাসক শর্মা। লক ডাউনের পর অবশ্য বিভিন্ন যানবাহনের সঙ্গে দ্বিচক্রযানের চলাচলও পুরো নিষেধ৷