Barak Updates

কাছাড়ের জেলা পরিষদে বিজেপি অনেকটাই এগিয়ে, ৮-৩

১৩ ডিসেম্বরঃ কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনের গণনায় প্রথম দিনের মতোই শ্লথগতি দ্বিতীয়দিনেও। কাজের চেয়ে নিয়মের কড়াকড়িতে অকাজই বেশি হচ্ছে। সাংবাদিকদের কাউন্টিং হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেলা জনসংযোগ থেকে সাংবাদিকদের সব তথ্য জানানো হবে বলা হয়েছে। ও দিকে আবার জনসংযোগকে নির্দেশ দেওয়া হয়েছে, জেলাশাসকের স্বাক্ষর না হওয়া পর্যন্ত কোনও ফলাফল সাংবাদিকদের জানানো চলবে না। ফলে অন্য জেলায় যেখানে প্রথমদিনের সমস্ত ফলাফল সাংবাদিকরা সংগ্রহে সক্ষম হয়েছেন, কাছাড়ে এখনও ৯২টির বেশি গ্রাম পঞ্চায়েতের ফল জানা যায়নি। ফলে সাধারণ জনতা কোনও তথ্য পাচ্ছেন না। তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে মাঝেমধ্যেই।

কাছাড়ে জেলা পরিষদ নির্বাচনে বিজেপি একক দাপট দেখিয়ে চলেছে। এ পর্যন্ত ১১টি আসনের ফলাফল জানা গিয়েছে। মাত্র ৩টি গিয়েছে কংগ্রেসের দখলে। ৮টিই জিতেছে বিজেপি।  বিজয়ী বিজেপি সদস্যরা হলেন রামকৃষ্ণ সিনহা (পশ্চিম শিলচর), স্বপনকুমার দাস (পূর্ব ধলাই), ধনঞ্জয় তেলি (উত্তর উধারবন্দ), সুদীপ কুমার (উত্তর লক্ষ্মীপুর), অমিতাভ রাই (পূর্ব আলগাপুর), লাভলি চক্রবর্তী (পশ্চিম কাটিগড়া), অনিতা দেবী (লক্ষ্মীপুর) ও গীতন নাথ (পূর্ব বড়খলা)।

এ পর্যন্ত ঘোষিত ৯২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৫০টি। কংগ্রেস ৩৩টি। নির্দল প্রার্থী জিতে নিয়েছে ৯টি জিপি। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচনে ঘোষিত ৯১টি আসনে বিজেপি ও কংগ্রেস পেয়েছে ক্রমে ৫৩ ও ২৮টি আসন। ১০টি আসন জিতেছেন ১০ নির্দল প্রার্থী। এইসব পঞ্চায়েতের ৮৯৯টি গ্রুপ মেম্বার পদে ৩৯৬টি আসনে গেরুয়াবাহিনী জিতে নিয়েছে। কংগ্রেস ৩২৬। ১৬২টি আসন জিতেছেন নির্দল প্রার্থীরা। এআইইউডিএফ ৯টি ও অন্য ৬টি আসন দখল করেছেন  অগপ প্রার্থীরা।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker