Barak Updates
কাছাড়ে নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে ড্রাগস সচেতনতা শিবির অনুষ্ঠিত
ওয়েটুবরাক,২২ জুন:—- সিআরপিএফ কর্তৃপক্ষের সহযোগিতায় কাছাড় জেলা প্রশাসন শুক্রবার জেলাশাসকের নতুন কনফারেন্স হলে এক ড্রাগস সচেতনতা শিবিরের আয়োজন করে। এই শিবিরে নেশা মুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সর্বস্তরের প্ল্যাটফর্মে প্রচারের জন্য আহ্বান জানানো হয় ।
সিআরপিএফের ১৪৭ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বি আর ব্রুনোর পৌরোহিত্যে আয়োজিত এই সচেতনতা শিবিরে অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন এবং মনসুর আহমেদ মজুমদার, জেলার স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের আধিকারিক সহ নেহেরু যুব কেন্দ্র ও মোট ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই সচেতনতা শিবিরে অংশ নেন ।
এই সভায় কমান্ডেন্ট ব্রুনো নার্কোটিক ড্রাগ সাইকোট্রপিক পদার্থ যেমন কোকা পাতা, গাঁজা(শণ), আফিম, পপি স্ট্র অফিয়াম, মরফিন, হেরোইন, ইত্যাদির বিরূপ প্রতিক্রিয়া ব্যক্তির মানসিকতার উপর কী কী প্রভাব ফেলে তা বিস্তারিতভাবে তুলে ধরেন । কমান্ডেন্ট
অ্যামফিটামিন যেমন বেনজেড্রিন, ডেক্সড্রিন
রিটালিন, প্রিলুডিন, ট্রানকুইলাইজার ইত্যাদি উল্লেখ করে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন ।
উল্লেখ্য যে আগামী ২৬ জুন কাছাড় জেলায়ও নেশা মুক্ত ভারত অভিযানের মূলমন্ত্র সহ “মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস” পালন করা হবে । এ উপলক্ষে সকাল ১১ টার সময় একটি র্যালি উপায়ুক্তের অফিস ক্যাম্পাস থেকে বের হয়ে ক্লাব রোড, সেন্ট্রাল রোড, ভাওয়াল পয়েন্ট, গান্ধীবাগ রোড হয়ে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হবে।