Barak UpdatesBreaking News
কাছাড়ে কোনও স্লুইসগেট কাজ করে না, নেই ইঞ্জিনিয়ার, ক্ষুব্ধ সুস্মিতা
ওয়েটুবরাক, ১২ জুলাই ঃ কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বন্যা দেখতে কাছাড়ে এসেছিলেন, এখন দেখছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। তাঁরা বন্যা নিয়ে নানা কথা বললেও সমস্যার শেকড়ে যাচ্ছেন না। শুক্রবার শিলচরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। কাটিগড়া, বড়খলার বিভিন্ন এলাকা ঘুরে এসে তিনি বলেন, কাছাড়ের ৯৯ শতাংশ স্লুইটগেট অকেজো। কোন দফতর কোন স্লুইস গেটের দায়িত্বে সে সব দেখার দায়িত্ব জনগণের নয়। জনতার দাবি, স্লুইস গেট মেরামত হওয়া চাই। এ ব্যাপারে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে সাংসদ দেব বলেন, জলসম্পদ বিভাগের মেকানিক্যাল ডিভিশনে অনেকদিন ধরে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নেই। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দায়িত্বে রয়েছেন। গুয়াহাটিতে পাম্পহাউস তৈরি করে জমা জল নিষ্কাশন করা হলেও এখানে এই ধরনের কোনও ব্যবস্থা করা হচ্ছে না। তিনি ইটখোলা, কালীবাড়ি চর, রাঙ্গিরখাড়ি ও সোনাই রোডে এই ধরনের পাম্প হাউস নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান।