Barak UpdatesBreaking News

কাগজ কলের সিবিআই তদন্তকে স্বাগত জানাল অ্যাকশন কমিটি

১২ ডিসেম্বর : কাছাড় কাগজ কল দেখতে আসা সিবিআইয়ের প্রতিনিধি দলকে স্বাগত জানাল এইচপিসি পেপার মিল রিভাইবেল অ্যাকশন কমিটি। এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করে কমিটির অন্যতম আহবায়ক মানবেন্দ্র চক্রবর্তী বলেন, কাগজ কলের এই সিবিআই তদন্তের পর সঠিক তথ্য বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, গত ২০ অক্টোবর ২০১৫ থেকে কাছাড় কাগজ কলের উৎপাদন বন্ধ করা হয়েছে। অথচ এই সময়ে ৪৯ হাজার মেট্রিক টন বাঁশ, ২৫০০ টন কয়লা, ২৩০০ টন চুন সহ বিভিন্ন ধরনের উৎপাদন সামগ্রী মজুত ছিল। সব মিলিয়ে এই সামগ্রীর পরিণাম প্রায় ১০০ কোটি টাকা। কিন্তু এরপরও এই মিলটি বন্ধ করা হয়েছে। এতে প্রায় দু’লক্ষ মানুষ রোজগার হারিয়েছেন। এককথায় কাগজ কলের মাধ্যমে যে গ্রামীণ অর্থনীতি চলছিল, তা পঙ্গু করে দেওয়া হয়েছে।

মানবেন্দ্র বাবু বলেন, কাগজ কল বন্ধ করে একটি কৃত্রিম সংকট তৈরি করে হয়েছে। এতে বাইরে যে সব কাগজ ব্যবসায়ীরা রয়েছেন, তাদের ফায়দা হয়েছে। তিনি জানান, কাগজ কল বন্ধ হওয়ার সময় প্রতি মেট্রিক টন কাগজের ৪৭ হাজার টাকা, আর এখন তা বেড়ে হয়েছে ৯৭ হাজার টাকা থেকে ১ লক্ষ ৭ হাজার টাকা পর্যন্ত। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসরকারি কোম্পানিগুলোকে সাহায্য করার একটা প্রবণতা কাজ করছে। বাইরের দেশ থেকে কাগজ কেনা হচ্ছে।

Pic Credit:Eagle

তিনি এও বলেন, রাজ্য সরকার অ্যাডভান্টেজ আসাম শুরু করেছিলেন বাইরের কোম্পানিকে রাজ্যে আনার জন্য, কিন্তু একটিও কোম্পানি আসেনি, বরং দুটি চালু কোম্পানিকে বন্ধ করে লক্ষ লক্ষ মানুষকে রোজগারহীন করা হয়েছে। বেতনের অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে। এর জন্য দায়ী সরকার। কাগজ কলের যে ৯০ কোটি টাকা প্রধানমন্ত্রীর দফতরে আটকে রয়েছে, তা খুব শীঘ্রই দেওয়ার ব্যবস্থা করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker