Barak UpdatesBreaking News
কল্যাণ আশ্রমে স্টেট ব্যাংকের সামগ্রী প্রদানSBI donates essential commodities at Kalyan Ashram
শিলচর, ৩ জুলাই: বিভিন্ন কর্মসূচিতে শিলচরেও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ১ জুলাই ব্যাঙ্ক দিবস পালন করে। এর মধ্যে বিশেষ উল্লেখের দাবি রাখে, বনবাসী কল্যাণ আশ্রমে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী প্রদান। দুস্থ উপজাতি পরিবারের ছাত্রদের শিলচরে এনে পড়াশোনা, থাকা খাওয়ার ব্যবস্থা করে বনবাসী কল্যাণ আশ্রম। তাদের পাশে দাঁড়াতে সেদিন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কল্যাণ আশ্রমের কর্মকর্তাদের হাতে তুলে দেয় ৫০ কেজি চাল, ৫ কেজি মুশুরি ডাল, ৫ কেজি মুগ ডাল, ৫ লিটার সর্ষের তেল, ৫ লিটার সানফ্লাওয়ার তেল, ২ কেজি সয়াবিন, ডিম ও জলের গ্লাস প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্যাঙ্কের সংশ্লিষ্ট ডেপুটি জেনারেল ম্যানেজার জিতেন্দ্র নাথ ঠাকুর সহ বিভিন্ন পর্যায়ের ব্যাঙ্ক কর্মকর্তা ও কল্যাণ আশ্রমের পরিচালকবৃন্দ। জিতেন্দ্রবাবু বলেন, দুঃস্থ উপজাতি ছাত্রদের পড়াশোনায় বিরাট ভূমিকা পালন করছে কল্যাণ আশ্রম। এই কাজে সামান্য শরিক হতে পেরে তাঁরা কৃতার্থ বোধ করছেন।