Barak UpdatesAnalyticsBreaking News
কলেজিয়েটে প্রথম বিভাগে উত্তীর্ণ ১৭৩, লেটার মার্কস ৬৫১টি
ওয়ে টু বরাক, ২০ এপ্রিল : শিলচরের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলও এ বার মাধ্যমিকে ভাল ফল করেছে। শুধু ভাল ফলই নয়, স্কুলটি রীতিমতো টেক্কা দিয়েছে বরাকের অন্যান্য নামি স্কুলগুলোকেও। এ বার কলেজিয়েট থেকে মোট ১৭৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিকে বসেছিল। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৭৩ জন। শুধু একজনই দ্বিতীয় বিভাগে পাশ করেছে। ডিস্টিংশন পেয়েছে ৪৭ জন এবং স্টার মার্কস ৯৭ জনের। সব মিলিয়ে লেটার এসেছে ৬৫১টি।
লেটার মার্কসের মধ্যে ইংরেজিতে এসেছে সবথেকে বেশি ১৫৭টি। সাধারণ বিজ্ঞানে ১২৯টি, সমাজ বিজ্ঞানে ১০৭টি, কম্পিউটারে ৮১টি, সাধারণ গণিতে ৬৭টি, ঐচ্ছিক গণিতে ৬৬টি, বাংলায় ২৭টি, হিন্দিতে ১১টি, ফাইন আর্টসে ৫টি এবং মিউজিকে ১টি। ঐচ্ছিক গণিতে রাজ্যসেরা নম্বর রয়েছে ১৪ জনের এবং সাধারণ বিজ্ঞানে রাজ্যসেরা নম্বর পেয়েছে আরও ২ জন।