Barak Updates
কলকাতা মেডিক্যাল কলেজে এ বার করোনা গেট!
২৪ মার্চ : করোনা ভাইরাস যখন গোটা বিশ্বকে গ্রাস করে ফেলেছে, সে সময় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি গেটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে করোনা গেট। গত শনিবার থেকে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি তথা সন্দেহপ্রবণ লোককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এজন্য মেডিক্যাল কলেজের ওয়ার্ডে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের নিয়ে যাওয়ার জন্য পাঁচ নম্বর গেটের নাম রাখা হয়েছে করোনা গেট। দেশের মধ্যে প্রথমবারের মতো শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীর জন্য তৈরি করা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য হলো এখানে ৩০০০ শয্যার ব্যবস্থা করা।
তবে প্রাথমিকভাবে এখানে ৩০০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে তা ৩০০০ পর্যন্ত বৃদ্ধি করা হবে। সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের পাশে থাকা মেডিক্যাল কলেজের নিউ বয়েজ হোস্টেলের প্রতিটি তলায় মোট ৫০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য সবমিলিয়ে এখানে মোট ৮০০টি শয্যার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তা ক্রমান্বয়ে তিন হাজার পর্যন্ত বৃদ্ধি করা হবে।