Barak UpdatesCultureBreaking News

কর্মশালায় তৈরি “হামারী আজব কাহানি”, সফল মঞ্চায়ন

ওয়েটুবরাক, ১০ ডিসেম্বর : কর্মশালায় আরও একটি নাটক প্রস্তুত করল ভাবীকাল। থিয়েটার গ্যারেজ নামে যে কর্মশালা করে চলেছেন শান্তনু পালরা, এরই দ্বিতীয় পর্বে দোলনচাঁপা দাসপালের গল্পের আধারে তৈরি হলো নতুন নাটক “হামারী আজব কাহানি” ৷ যেমন গল্প, তেমনি এর নাট্যরূপ, সঙ্গে মঞ্চায়নে মুন্সিয়ানা৷ অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী এই নাটক।

প্রায় ৩০ জন‌ প্রশিক্ষার্থী তাতে অংশ নেয়৷ আমন্ত্রিত প্রশিক্ষক অদ্রিজা দাসগুপ্ত৷ বরাবরের মতো শান্তনু পালই ছিলেন শিবির সঞ্চালনায়৷ গত ৫ ডিসেম্বর ৬৫ জন দর্শকের সামনে এই নাটক মঞ্চস্থ হয়। প্রায় সবাই ছিলেন প্রশিক্ষার্থীদের অভিভাবক, আত্মীয়-পরিজন। ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক অনিন্দ্য সেন ও হাইলাকান্দি এসএস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত৷

হামারী আজব কাহানি” সফল মঞ্চায়ন। নাটকটিতে বর্তমান সময়ের নানা সামাজিক সমস্যাকে সু্ক্ষ্ম প্রহসনের মাধ্যমে তুলে ধরা হয়েছে৷ তা সহজ সরল হাস্যরসের সাথে সাধারণ দর্শকদের মনে এক দ্বন্দ্ব ও চিন্তার উদ্রেক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker