Barak Updates

কর্তব্যে গাফিলতি! বরাকের ৩ বিডিও বরখাস্ত
3 BDOs suspended due to negligence of duty

২১ সেপ্টেম্বর : কর্তব্যে গাফিলতির অভিযোগে বরাক উপত্যকার ৩ জন বিডিওকে বরখাস্ত করেছে গ্রামোন্নয়ন বিভাগ। আজই রাজ্য সরকারের পক্ষ থেকে এক নি7র্দেশে এই বিডিওদের সাময়িক বরখাস্ত করা হয়। এঁরা হলেন লালা উন্নয়ন খণ্ডের আধিকারিক গিরিশচন্দ্র বৈশ্য, বড়জালেঙ্গার বিডিও রঞ্জিত কলিতা এবং রামকৃষ্ণনগর ও উত্তর করিমগঞ্জের বিডিও সরোজ দাস। এই তিন খণ্ড উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধেই মনরেগার কাজ নিয়ে অভিযোগ রয়েছে।

এই তিনজন সহকারি গাইডলাইন অমান্য করে মনরেগার কাজ চালিয়ে গেছেন বলে অভিযোগ। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ নিয়েও তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

এমনকি সরকারের পক্ষ থেকে রাজ্যের সব খণ্ড উন্নয়ন আধিকারিকদের রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকার যে নির্দেশিকা জারি করা হয়েছিল এই তিন আধিকারিক সেসবে আমল না দিয়ে কাজ চালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণেই এদের সাময়িক বরখাস্ত করা হয়।

September 21: On charges of alleged negligence, three Block Development Officers (BDOs) were suspended by the Rural Department. On Friday, the state government sent an official order wherein this matter of temporary suspension was mentioned. The three suspended BDOs are Girish Chandra Vaishya of Lala Development Block, Ranjit Kalita, BDO of Barjalenga and Saroj Das of RamkrishnaNagar and South Karimganj. Allegation has been made against them on matters related to MNERGA.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker